সেই কুকুরকে বাঁচাতে গিয়ে ব্রেক চাপেন অটোচালক আর তাতেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে অটোচালক ব্রেক কষতেই সোজা অটোটি গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা ইটে। সেখান থেকে সোজা এসে অটো দাঁড়ায় রাস্তার মাঝে। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সকলকে উদ্ধার করে।

আরও পড়ুন: বক্সায় বাঘের দেখা মিলতেই শুরু মহাযজ্ঞ, এম-স্ট্রাইপস অ্যাপে রেকর্ড হচ্ছে চমকপ্রদ তথ্য! খোঁজে ২০০ বিশেষজ্ঞের টিম

advertisement

কিন্তু অটোচালক ঘটনাস্থলে মারা যান। বাকি যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অটোটি জোরে চলছিল। ফলে হঠাৎ ব্রেক কষায় অটো চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘি থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। জানা গিয়েছে ওই অটোচালকের বাড়ি মথুরাপুরের লালপুরে। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। পুলিশের পক্ষ থেকেও ওই এলাকায় জোরে গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনার পর দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। অটোটিকে বর্তমানে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

advertisement