TRENDING:

South 24 Parganas News: বীভৎস দুর্ঘটনা, ছিঁড়ে বেরোল মহিলার মাথার সব চুল! চলন্ত ভ্যানে খোলা চুলে বসাই কাল হল

Last Updated:

South 24 Parganas News: পিকনিক শেষে বাড়িতে ফিরছিলেন মোটরভ্যানে চেপে। আচমকা জেনারেটরে মহিলার চুল জড়িয়ে বড় বিপত্তি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: জেনারেটরে মাথার চুল জড়িয়ে গুরুতর জখম মহিলা। বন্ধু বান্ধবীদের সঙ্গে পিকনিক করতে ক্যানিংয়ের ডাবুতে গিয়েছিলেন তালদি বয়ার সিং গ্রামের মহিলা ফিরোজা মিস্ত্রী। পিকনিক শেষে বাড়িতে ফিরছিলেন মোটর চালিত ইঞ্জিন ভ্যানে চেপে। গাড়িতে চলছিল জেনারেটর ও  সাউন্ড বক্স। আচমকা জেনারেটরে ওই মহিলার চুল জড়িয়ে যায়।
এই ভ্যানেই দুর্ঘটনা
এই ভ্যানেই দুর্ঘটনা
advertisement

এরপর চলন্ত ইঞ্জিন ভ্যান থেকে পড়েও যান ওই মহিলা। গুরুতর জখম হন তিনি। তাঁর মাথার সমস্ত চুল ছিঁড়ে যায়। রক্তাক্ত অবস্থায় সঙ্গীরা তাঁকে উদ্ধার করেন। রাস্তা থেকে তুলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।

advertisement

আরও পড়ুন: রেজিস্ট্রি সেরে ফেরার পথেই চিরতরে বিচ্ছেদ, রাস্তায় হবু বর-কনের করুণ পরিণতি! দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের, আহত আরও ২

এ প্রসঙ্গে এক সহপাঠী জানান, খোলা চুলে ভ্যানে বসেছিলেন ওই মহিলা। হঠাৎ জেনারেটরের মোটরে মহিলার চুল আচমকাই আটকে যায়। চিৎকার শুনে তাকিয়ে দেখি ভ্যান থেকে ধপ করে রাস্তায় পড়ে গিয়েছেন ওই মহিলা। ঘটনার আকস্মিকতায় হতচকিয়ে হয়ে যান আশেপাশের লোকজন। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
খুদে পাঠকদের ভিড়ে জমজমাট মুর্শিদাবাদ বইমেলা! পড়ুয়াদের মোবাইল আসক্তি তাড়াতে দারুণ প্রয়াস
আরও দেখুন

তবে অতীতের এই ধরনের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু যদিও এই মহিলা ভাগ্য ভাল। অনেক বড় ধরনের ঘটনা হতে পারত বলে মনে করছেন বেশিরভাগ মানুষ। বর্তমানে তিনি এখন চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা এখন ব্যাপক চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: বীভৎস দুর্ঘটনা, ছিঁড়ে বেরোল মহিলার মাথার সব চুল! চলন্ত ভ্যানে খোলা চুলে বসাই কাল হল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল