এরপর চলন্ত ইঞ্জিন ভ্যান থেকে পড়েও যান ওই মহিলা। গুরুতর জখম হন তিনি। তাঁর মাথার সমস্ত চুল ছিঁড়ে যায়। রক্তাক্ত অবস্থায় সঙ্গীরা তাঁকে উদ্ধার করেন। রাস্তা থেকে তুলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
advertisement
এ প্রসঙ্গে এক সহপাঠী জানান, খোলা চুলে ভ্যানে বসেছিলেন ওই মহিলা। হঠাৎ জেনারেটরের মোটরে মহিলার চুল আচমকাই আটকে যায়। চিৎকার শুনে তাকিয়ে দেখি ভ্যান থেকে ধপ করে রাস্তায় পড়ে গিয়েছেন ওই মহিলা। ঘটনার আকস্মিকতায় হতচকিয়ে হয়ে যান আশেপাশের লোকজন। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে অতীতের এই ধরনের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু যদিও এই মহিলা ভাগ্য ভাল। অনেক বড় ধরনের ঘটনা হতে পারত বলে মনে করছেন বেশিরভাগ মানুষ। বর্তমানে তিনি এখন চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা এখন ব্যাপক চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।





