TRENDING:

Saraswati Puja 2026: শিল্পের ভাষায় আত্মত্যাগের স্মরণ! পুরুলিয়ায় খুদে শিল্পীদের হাতে তৈরি অভিনব সরস্বতী পুজোর মণ্ডপ, দেখুন

Last Updated:

Saraswati Puja 2026: সরস্বতী পুজোয় এক অভিনব ও ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়তে চলেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। সরস্বতী পুজোর মণ্ডপে শিল্প, ইতিহাস ও মূল্যবোধের দুর্দান্ত মেলবন্ধন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: সরস্বতী পুজোয় এক অভিনব ও ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়তে চলেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। রঘুনাথপুর পুরাতন বাজার পাড়ায় অবস্থিত ‘সৃজন অঙ্কন স্কুল’ তাদের পুজো মণ্ডপ নির্মাণে তুলে ধরছে সৃষ্টিশীলতার এক অনন্য দৃষ্টান্ত। মণ্ডপসজ্জার সম্পূর্ণ দায়িত্বই তুলে দেওয়া হয়েছে স্কুলের খুদে ও কিশোর শিল্পীদের হাতে।
advertisement

ছাত্রছাত্রীরা নিজেরাই আঁকছে দেশের নানা বরেণ্য মনীষীদের প্রতিকৃতি। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, কাজী নজরুল ইসলাম-সহ আরও বহু মহান ব্যক্তিত্বের ছবি ফুটে উঠছে তাদের রং-তুলিতে। এই সমস্ত প্রতিকৃতিকে কেন্দ্র করেই এবারের সরস্বতী পুজোর মণ্ডপ গড়ে উঠছে ‘বলিদান’ থিমে। যেখানে দেশের জন্য আত্মত্যাগ করা মনীষীদের স্মরণ করা হবে শিল্পের ভাষায়।

আরও পড়ুনঃ বাইকের ধাক্কায় উল্টে গেল টোটো! ব্যস্ত রাস্তায় ছিটকে পড়লেন যাত্রীরা, গুরুতর আহত ৫ জন

advertisement

এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন শিল্পচর্চার বিকাশ ঘটছে, তেমনই নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, মনীষীদের জীবনদর্শন, আদর্শ ও আত্মত্যাগের কথা তুলে ধরা হচ্ছে এক অভিনব শিল্পরূপে। বইয়ের পাতার বাইরেও ইতিহাস যে শিল্পের মাধ্যমে জীবন্ত হয়ে উঠতে পারে তারই এক সুন্দর উদাহরণ এই প্রয়াস।

View More

আরও পড়ুনঃ জঙ্গলে বেড়াতে এসে দুধপুলি, পাটিসাপটার স্বাদ! জলদাপাড়া টুরিস্ট লজে পর্যটকদের জন্য পিঠেপুলি উৎসবের আয়োজন, এখনই বুকিং করুন

advertisement

অঙ্কন স্কুলের প্রশিক্ষক শুভজিৎ পাল জানান, “প্রতি বছরই সরস্বতী পুজোয় আমরা নতুন কিছু করার চেষ্টা করি। এবছর পুজোর থিম রাখা হয়েছে ‘বলিদান’। দেশের জন্য যাঁরা প্রাণ উৎসর্গ করেছেন, তাঁদের প্রতিকৃতি দিয়েই এবছরের মণ্ডপ নির্মাণ করা হচ্ছে।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

তিনি আরও বলেন, “শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিল্পচর্চার মাধ্যমে ইতিহাস ও মূল্যবোধ শেখানোই আমাদের মূল লক্ষ্য। ছাত্রছাত্রীদের এই উদ্যোগই এবছরের পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।”

সেরা ভিডিও

আরও দেখুন
সব রেকর্ড ওলটপালট, পুরুলিয়াতেই যেন 'মিনি গঙ্গাসাগর'! মোক্ষলাভের আশায় পুণ্যার্থীর ঢল
আরও দেখুন

শিল্প, ইতিহাস ও মূল্যবোধের এই সুন্দর মেলবন্ধন নিঃসন্দেহে এবছর রঘুনাথপুর শহরের সরস্বতী পুজো পরিক্রমায় এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। আয়োজকদের আশা, দর্শনার্থীদের কাছে এই মণ্ডপ হয়ে উঠবে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: শিল্পের ভাষায় আত্মত্যাগের স্মরণ! পুরুলিয়ায় খুদে শিল্পীদের হাতে তৈরি অভিনব সরস্বতী পুজোর মণ্ডপ, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল