ছাত্রছাত্রীরা নিজেরাই আঁকছে দেশের নানা বরেণ্য মনীষীদের প্রতিকৃতি। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, কাজী নজরুল ইসলাম-সহ আরও বহু মহান ব্যক্তিত্বের ছবি ফুটে উঠছে তাদের রং-তুলিতে। এই সমস্ত প্রতিকৃতিকে কেন্দ্র করেই এবারের সরস্বতী পুজোর মণ্ডপ গড়ে উঠছে ‘বলিদান’ থিমে। যেখানে দেশের জন্য আত্মত্যাগ করা মনীষীদের স্মরণ করা হবে শিল্পের ভাষায়।
আরও পড়ুনঃ বাইকের ধাক্কায় উল্টে গেল টোটো! ব্যস্ত রাস্তায় ছিটকে পড়লেন যাত্রীরা, গুরুতর আহত ৫ জন
advertisement
এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন শিল্পচর্চার বিকাশ ঘটছে, তেমনই নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, মনীষীদের জীবনদর্শন, আদর্শ ও আত্মত্যাগের কথা তুলে ধরা হচ্ছে এক অভিনব শিল্পরূপে। বইয়ের পাতার বাইরেও ইতিহাস যে শিল্পের মাধ্যমে জীবন্ত হয়ে উঠতে পারে তারই এক সুন্দর উদাহরণ এই প্রয়াস।
অঙ্কন স্কুলের প্রশিক্ষক শুভজিৎ পাল জানান, “প্রতি বছরই সরস্বতী পুজোয় আমরা নতুন কিছু করার চেষ্টা করি। এবছর পুজোর থিম রাখা হয়েছে ‘বলিদান’। দেশের জন্য যাঁরা প্রাণ উৎসর্গ করেছেন, তাঁদের প্রতিকৃতি দিয়েই এবছরের মণ্ডপ নির্মাণ করা হচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, “শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিল্পচর্চার মাধ্যমে ইতিহাস ও মূল্যবোধ শেখানোই আমাদের মূল লক্ষ্য। ছাত্রছাত্রীদের এই উদ্যোগই এবছরের পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।”
শিল্প, ইতিহাস ও মূল্যবোধের এই সুন্দর মেলবন্ধন নিঃসন্দেহে এবছর রঘুনাথপুর শহরের সরস্বতী পুজো পরিক্রমায় এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। আয়োজকদের আশা, দর্শনার্থীদের কাছে এই মণ্ডপ হয়ে উঠবে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।





