TRENDING:

Saraswati Puja 2026: রীতিমতো দুর্গাপুজোকে টেক্কা দিচ্ছেন ডুমারির সরস্বতী পুজো, দেখে নিন এক ঝলক!

Last Updated:

Saraswati Puja 2026: রাজ্যবাসী মেতেছে দেবী সরস্বতীর আরাধনায়।‌ জঙ্গলমহলের পুরুলিয়াতেও বাগদেবীর আরাধনায় বিরাট জাঁক জমক দেখা যায়। তবে পুরুলিয়ার বলরামপুর ব্লকের ডুমারি গ্রামের সরস্বতী পুজো একেবারেই অন্যরকম। এই পুজো রীতিমত টেক্কা দেয় দুর্গাপুজোকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রাজ্যবাসী মেতেছে দেবী সরস্বতীর আরাধনায়।‌ জঙ্গলমহলের পুরুলিয়াতেও বাগদেবীর আরাধনায় বিরাট জাঁক জমক দেখা যায়। তবে পুরুলিয়ার বলরামপুর ব্লকের ডুমারি গ্রামের সরস্বতী পুজো একেবারেই অন্যরকম। এই পুজো রীতিমত টেক্কা দেয় দুর্গাপুজোকে। ১৯৭০ সালে ডুমারি গ্রামের সরস্বতী পুজোর সূচনা হয়েছিল। তারপর থেকে এই পুজো চলে আসছে বংশপরম্পরায়। তবে আগে এতখানি জাঁকজমক ছিল না ‌বিগত ১৩-১৪ বছর ধরে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে উৎসবের চেহারা নেয় ডুমারি গ্রাম।
advertisement

আরও পড়ুনঃ সঙ্গীতজগতের নক্ষত্রপতন! দীর্ঘ অসুস্থতার পর থামল সুরের যাত্রা, প্রয়াত খ্যাতনামা সুরকার অভিজিৎ মজুমদার

বাহারি আলোর সাজে সেজে ওঠে পুজো মন্ডপ গুলি। রিতিমত দুর্গাপুজোর সঙ্গে পাল্লা দেয় এই সরস্বতী পুজো। ‌বহু দুর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন এই গ্রামে। চারদিন ব্যাপী সরস্বতী পুজো হয় এখানে। ‌ সম্পূর্ণ গ্রামবাসীদের উদ্যোগেই এই পুজো হয়ে থাকে।

advertisement

এ বিষয়ে পুজোয় অংশগ্রহণকারী ক্লাবের সদস্য মুকেশ মন্ডল বলেন, সাধারণত অন্যান্য জায়গায় মানুষ যে-ভাবে দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে তারা সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করেন। ‌ এই পুজো তাদের গ্রামের ঐতিহ্য। ছোটবেলা থেকেই এই পুজো দেখে আসছেন তারা। বর্তমানে তারা পুজোর দায়িত্ব নিয়েছেন। ‌ তাই জাঁকজমক আরও বেড়েছে।

advertisement

এ বিষয়ে এই পুজো দেখতে আসা এক দর্শনার্থী রুহি মাহাতো বলেন, বহুবার তিনি এই পুজোর কথা শুনেছেন। কিন্তু সামনে থেকে এই পুজো দেখেননি। এই প্রথম ডুমারি গ্রামে এসে তার খুবই ভালো লাগছে। একেবারে অন্যরকম সরস্বতী পুজো দেখছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
অঙ্ক দেখলেই ভয়! মাধ্যমিকের আগেই সেরা টিপস্ দিলেন শিক্ষক, মনে রাখলেই ১০০ তে ১০০
আরও দেখুন

জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে ডুমারি গ্রামে। দর্শকদের মন কেড়ে নেয় এই পুজো। বিরাট জাঁকজমকের সঙ্গে এই পুজোর আয়োজন হয় বলেই এখানে আসেন দর্শনার্থীরা। দুর্গাপুজোর থেকেও ডুমারি গ্রামবাসীদের কাছে বড় পরব এই সরস্বতী পুজো।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: রীতিমতো দুর্গাপুজোকে টেক্কা দিচ্ছেন ডুমারির সরস্বতী পুজো, দেখে নিন এক ঝলক!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল