Abhijit Majumdar Death: সঙ্গীতজগতের নক্ষত্রপতন! দীর্ঘ অসুস্থতার পর থামল সুরের যাত্রা, প্রয়াত খ্যাতনামা সুরকার অভিজিৎ মজুমদার
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Abhijit Majumdar Death: ওড়িয়া সঙ্গীতজগতের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও গীতিকার অভিজিৎ মজুমদার রবিবার ভুবনেশ্বরের এইমসে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
নয়াদিল্লিঃ ওড়িয়া সঙ্গীতজগতের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও গীতিকার অভিজিৎ মজুমদার রবিবার ভুবনেশ্বরের এইমসে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন তিনি। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী।
চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, উচ্চ রক্তচাপ ও লিভার সংক্রান্ত জটিলতা-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিজিৎ। শনিবার রাতে হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হলেও শেষরক্ষা হয়নি।
আরও পড়ুনঃ কবে কোন বিষয়ের পরীক্ষা? প্রস্তুতির আগে একবার চোখ বুলিয়ে নিন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রুটিনে
advertisement
advertisement
ওড়িয়া ও সাম্বলপুরি চলচ্চিত্র এবং অ্যালবামের জন্য ৭০০-রও বেশি গান রচনা করা অভিজিৎ মজুমদার ছিলেন রাজ্যের সঙ্গীতজগতের অত্যন্ত পরিচিত নাম। তাঁর সুরে ভর করেই বহু ছবি ও অ্যালবাম জনপ্রিয়তা পেয়েছে। ‘লভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘সুন্দরগড় রা সলমন খান’-এর মতো ছবির গান আজও শ্রোতাদের মনে গেঁথে রয়েছে।
অভিজিৎ মজুমদারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পীর দেহ কটকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। একজন সুরকারের চলে যাওয়া মানে শুধু একজন মানুষের বিদায় নয়, বরং একটি সুরেলা সময়ের অবসান। তাঁর সৃষ্টির মধ্যেই চিরকাল বেঁচে থাকবেন অভিজিৎ মজুমদার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2026 3:10 PM IST









