TRENDING:

Saraswati Puja 2026: বাগদেবীর এমন পরিবেশবান্ধব রূপ আগে দেখেননি! কেবল আর্ট পেপার ও সুতোয় ৪ ফুটের সরস্বতী গড়ে তাক লাগালেন গুসকরার শিক্ষক, রইল ঝলক

Last Updated:

Saraswati Puja 2026: সরস্বতী পুজো উপলক্ষে প্রায় ৪ ফুট উচ্চতার পরিবেশবান্ধব প্রতিমা গড়ে তাক লাগালেন গুসকরার শিক্ষক তপন দাস। শুধুমাত্র আর্ট পেপার এবং সুতো ব্যবহার করে তিনি গড়েছেন বিদ্যার দেবীর মূর্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুসকরা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: সরস্বতী পুজো মানেই জ্ঞান, শিল্প আর সৃজনশীলতার আরাধনা। আর সেই সৃজনশীলতারই এক অনন্য নিদর্শন তৈরি করে আবারও সকলকে চমকে দিলেন পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা, রায় রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠের শিক্ষক তপন দাস।
৪ ফুটের পরিবেশবান্ধব সরস্বতী প্রতিমা
৪ ফুটের পরিবেশবান্ধব সরস্বতী প্রতিমা
advertisement

শুধু শিক্ষকতায় নয়, শিল্পভাবনা ও সৃজনশীলতার ক্ষেত্রেও যে তিনি এক ব্যতিক্রমী প্রতিভাধর ব্যক্তিত্ব, তা আগেও বহুবার প্রমাণ করেছেন তপনবাবু। কখনও বাতিল সামগ্রী দিয়ে কোনারকের সূর্য মন্দিরের প্রতিরূপ, কখনও আবার শুকনো কলাপাতা ও তার ছাল দিয়ে মা কালীর প্রতিমা বানিয়েছেন। প্রতিবারই তাঁর নতুন ভাবনা মুগ্ধ করেছে মানুষকে। এবার সরস্বতী পুজো উপলক্ষে তপন দাস তৈরি করেছেন সম্পূর্ণ ভিন্ন ধারার এক মা সরস্বতীর প্রতিমা।

advertisement

আরও পড়ুনঃ দৃশ্য দূষণের সঙ্গে পরিবেশ দূষণ! আলিপুরদুয়ারের এই পর্যটনকেন্দ্রে গেলে গা ঘিনঘিন করবে, প্রশ্নের মুখে বর্জ্য ব্যবস্থাপনা

প্রায় ৪ ফুট উচ্চতার এই প্রতিমা তৈরি হয়েছে শুধুমাত্র আর্ট পেপার এবং সুতো ব্যবহার করে। কাঠ, মাটি বা প্লাস্টিক নয়, একেবারেই পরিবেশবান্ধব উপকরণেই ফুটে উঠেছে বিদ্যার দেবীর মূর্তি। এই অভিনব সরস্বতী প্রতিমা তৈরি করতে সময় লেগেছে প্রায় ২৫ দিন। প্রতিদিন নিয়ম করে সময় বের করে, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে তিনি কাজ করেছেন।

advertisement

View More

আরও পড়ুনঃ স্কুলের খাদ্যমেলায় আন্তর্জাতিক স্বাদ! স্টার আইটেম তুরস্কের জনপ্রিয় খাবার ‘টার্কিস তুলুম্বা’, কীভাবে এই মিষ্টি বানাল দ্বাদশের ছাত্রী

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই শিল্পসৃষ্টিতে তপনবাবুর সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে তাঁর স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের আগ্রহ, পরিশ্রম ও উৎসাহেই সম্ভব হয়েছে এই ব্যতিক্রমী শিল্পকর্ম।তপনবাবুর কথায়, “ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এমন কাজ করতে পারা আমার কাছে খুবই আনন্দের। ওদের মধ্যেও যেন সৃজনশীলতার আগ্রহ জন্মায়, সেটাই আমার লক্ষ্য।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সরষের দানায় নেতাজির ছবি! আতস কাঁচে ধরা পড়ল ইতিহাস, দেখুন দুর্দান্ত মাইক্রো আর্ট
আরও দেখুন

সরস্বতী পুজোর প্রাক্কালে এমন এক অভিনব ও পরিবেশবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তপন দাস আবারও প্রমাণ করলেন, ইচ্ছাশক্তি আর সৃজনশীল চিন্তা থাকলে সাধারণ জিনিস দিয়েই সৃষ্টি করা যায় অসাধারণ শিল্প। এই উদ্যোগে গর্বিত গুসকরা, গর্বিত পূর্ব বর্ধমান।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: বাগদেবীর এমন পরিবেশবান্ধব রূপ আগে দেখেননি! কেবল আর্ট পেপার ও সুতোয় ৪ ফুটের সরস্বতী গড়ে তাক লাগালেন গুসকরার শিক্ষক, রইল ঝলক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল