TRENDING:

Saraswati Puja 2026: দেখে মনে হবে দেওয়ালে টাঙানো ছবি! মিষ্টি ফ্রেমে সাড়ে ১২ ফুটের বিশাল সরস্বতী মূর্তি নবদ্বীপে! ভিড় উপচে পড়বে আশা সবার

Last Updated:

Saraswati Puja 2026: নবদ্বীপের চার নম্বর ওয়ার্ডের চটির মাঠ সংলগ্ন বণিকনগর এলাকায় অবস্থিত চণ্ডী মাতা বারোয়ারি কমিটি এবছর সরস্বতী পুজোয় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সকলের নজর কেড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপের চার নম্বর ওয়ার্ডের চটির মাঠ সংলগ্ন বণিকনগর এলাকায় অবস্থিত চণ্ডী মাতা বারোয়ারি কমিটি এবছর সরস্বতী পুজোয় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সকলের নজর কেড়েছে। চিরাচরিত ঘরানার সরস্বতী প্রতিমার বাইরে গিয়ে তারা তৈরি করেছেন এক বিশালাকার ও অভিনব শিল্পরীতির সরস্বতী ঠাকুর, যা দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement

কমিটির সদস্যরা জানিয়েছেন, নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাসে পাশের এক বারোয়ারিতে প্রথম এই ধরনের শিল্পরীতির মূর্তি তাঁদের নজরে আসে। সেই মূর্তিটি ছিল গণেশ জননী। সেই অভিজ্ঞতা থেকেই তাঁদের মনে হয়, আসন্ন সরস্বতী পুজোয় এরকমই কিছু আলাদা করার। এরপর তাঁরা পরিকল্পনা করে স্থানীয় মৃৎশিল্পী রমেন পালকে একটি ছবি দেখান এবং জানতে চান, তিনি কি ওই রকমের মূর্তি গড়ে দিতে পারবেন কিনা।

advertisement

আরও পড়ুন: ৬০০-র বেশি ছেলে-মেয়ের সমাবেশ! জাতীয় স্তরের জমাটি যোগাসন প্রতিযোগিতার আয়োজন, মুখরিত দিঘা

ছবি দেখেই শিল্পী রমেন পাল রাজি হয়ে যান এবং দীর্ঘ পরিশ্রম ও নিখুঁত কারুকাজের মাধ্যমে হুবহু ছবির মতো সরস্বতী দেবীর মূর্তি গড়ে তোলেন। বিশালাকার সাড়ে ১২ ফুটের অভিনব ভঙ্গি ও শৈল্পিক সৌন্দর্যে এই প্রতিমা নবদ্বীপের সরস্বতী পুজোর ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বলেই মত অনেকের।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
‘২৬’কে কেন্দ্র করে সরস্বতী পুজো! মালদহের উচ্চতম বাগদেবী, দেখুন মাথা উঁচু করে
আরও দেখুন

পুজো উদ্যোক্তাদের আশা, এবছর তাঁদের এই অভিনব প্রয়াস শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাবে। ইতিমধ্যেই প্রতিমা দর্শনে বণিকনগর এলাকায় প্রতিদিনই ভিড় বাড়ছে। অনেকেই এই মূর্তিকে মোবাইল বন্দি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। সব মিলিয়ে, শ্রী শ্রী চণ্ডী মাতা বারোয়ারি কমিটির এই ব্যতিক্রমী সরস্বতী পুজো এবছর নবদ্বীপের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: দেখে মনে হবে দেওয়ালে টাঙানো ছবি! মিষ্টি ফ্রেমে সাড়ে ১২ ফুটের বিশাল সরস্বতী মূর্তি নবদ্বীপে! ভিড় উপচে পড়বে আশা সবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল