Yoga Competition: ৬০০-র বেশি ছেলে-মেয়ের সমাবেশ! জাতীয় স্তরের জমাটি যোগাসন প্রতিযোগিতার আয়োজন, মুখরিত দিঘা
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
East Medinipur Yoga Competition: দিঘার সমুদ্র সৈকতে উৎসবের আবহ। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন অসংখ্য ছেলেমেয়ে। জাতীয় স্কুল গেমস যোগাসনের আসর বসেছে সৈকতের বালুচরে। বুধবার দিঘায় শুরু হল ৬৯তম জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতা। দিঘায় এই প্রথমবার জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতা আয়োজন করা হল।
advertisement
পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের শারীরশিক্ষা ও ক্রীড়া বিভাগের পরিচালনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৯ বছর বালক ও বালিকা বিভাগে প্রতিযোগিতা হচ্ছে। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। দেশের বিভিন্ন রাজ্য থেকে স্কুল পর্যায়ের প্রতিযোগীরা এখানে অংশ নিতে হাজির হয়েছে।
advertisement
সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিদ্যালয় দল এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের দল মিলিয়ে মোট ৩৫টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অনূর্ধ্ব ১৪ বছর বিভাগে ১৬১ জন মেয়ে এবং ১৫৮ জন ছেলে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ছোটদের এই বিভাগে অংশগ্রহণকারীর সংখ্যা বেশ উল্লেখযোগ্য। বিভিন্ন রাজ্যের যোগাসন দল নিজেদের দক্ষতা প্রদর্শন করছে এই মঞ্চে।
advertisement
advertisement
এই প্রতিযোগিতায় বাংলা যোগাসন দলের প্রতিনিধিত্ব করছে সাতজন মেয়ে এবং সাতজন ছেলে। ৬৯তম জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতার কনভেনার বিজন সরকার জানান, “জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে যোগাসনের গুরুত্ব তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। স্কুল স্তর থেকেই যোগচর্চার প্রসার ঘটানো জরুরি। রাজ্য সরকারের সহযোগিতায় দিঘায় জাতীয় যোগাসন প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়েছে।"
advertisement
এদিকে আগামী ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দিঘার সমুদ্র সৈকত শহরে অনুষ্ঠিত হবে ৬৯তম জাতীয় বিদ্যালয় বীচ ভলিবল প্রতিযোগিতা। বিগত বছর পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় দল জাতীয় স্তরে সপ্তম স্থান অর্জন করেছিল। বর্তমানে পশ্চিমবঙ্গ দল ৫৫টি স্বর্ণপদক জিতে জাতীয় স্তরে পঞ্চম স্থানে উঠে এসেছে। উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান ও দিল্লিকে পিছনে ফেলেছে রাজ্য দল। (ছবি ও তথ্য: মদন মাইতি)






