TRENDING:

Readymade Pandal: রাত জেগে প্যান্ডেল অতীত! সরস্বতী পুজোয় এখন ভরসা রেডিমেড মণ্ডপ, দাম কেমন জানুন

Last Updated:

Readymade Pandal: উদ্যোক্তারা আর দীর্ঘ সময় ও বেশি খরচের ঝুঁকি নিচ্ছেন না, বরং তৈরি মণ্ডপ কিনে এনে সহজেই পুজোর আয়োজন সেরে ফেলছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ আর মাত্র হাতেগোনা কয়েক ঘণ্টার অপেক্ষা। সরস্বতী পুজো ঘিরে শিলিগুড়ির স্কুল-কলেজে উচ্ছ্বাস তুঙ্গে, শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত ক্লাবগুলিও। কিন্তু এই ব্যস্ততার মাঝেই ধীরে ধীরে বদলে যাচ্ছে শহরের পুজোর ছবি। এক সময় সরস্বতী পুজো মানেই ছিল রাত জেগে প্যান্ডেল তৈরির কর্মযজ্ঞ, আজ তা প্রায় হারিয়ে যেতে বসেছে।
advertisement

আগে পুজোর ক’দিন আগে শিলিগুড়ির পাড়া-মহল্লায় শোনা যেত বাঁশ কাটার শব্দ, দেখা যেত আলো জ্বালিয়ে মণ্ডপ বানানোর দৃশ্য। এখন সেই জায়গা নিয়েছে রেডিমেড বাঁশের মণ্ডপ। উদ্যোক্তারা আর দীর্ঘ সময় ও বেশি খরচের ঝুঁকি নিচ্ছেন না, বরং তৈরি মণ্ডপ কিনে এনে সহজেই পুজোর আয়োজন সেরে ফেলছেন।

আরও পড়ুনঃ বাংলায় ব্যাক টু ব্যাক তিনটি উৎসব! ‘ফেস্টিভ্যাল মুডে’ মাতোয়ারা শিলিগুড়ি, শহরে কী চলছে দেখুন

advertisement

এই বদলে যাওয়া প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকার লড়াই চালাচ্ছেন বাঁশের কারিগররা। এক সময় শিলিগুড়িতে পাকা বাড়ির সংখ্যা কম থাকায় সারা বছর কাজের অভাব ছিল না তাঁদের। মূলিবাঁশের বেড়ার ঘরই ছিল বহু পরিবারের ঠিকানা। আজ শহর বদলেছে, পাকা বাড়ির ভিড়ে সেই কাজ কমলেও শহরতলিতে এখনও এই কারিগরদের ডাক পড়ে।

advertisement

প্রায় ১৮ বছর ধরে সরস্বতী পুজোর মরসুম এলেই বাঁশের প্যান্ডেল বানিয়ে বাজারে আনেন তাঁরা। নকশা আর মাপ অনুযায়ী ৫০০ টাকা থেকে ৪০০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে এই রেডিমেড মণ্ডপ। ছোট স্কুল পুজো থেকে শুরু করে বড় ক্লাব— সবাই এখন এই মণ্ডপেই ভরসা রাখছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সরস্বতী পুজোয় এখন ভরসা রেডিমেড মণ্ডপ! দাম কেমন জানুন
আরও দেখুন

শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের সামনে বসা বিক্রেতা সুজিত দাসের কথায়, পুজোর এক মাস আগে থেকেই বিশেষ প্রস্তুতি শুরু হয়। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি থেকেও ক্রেতারা মণ্ডপ কিনতে আসেন। যদিও এই বছর এখনও পর্যন্ত বিক্রি খুব একটা জোরদার নয়, তবুও পুজোর দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আশার আলো— শেষ মুহূর্তেই বদলে যেতে পারে বাজারের ছবি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Readymade Pandal: রাত জেগে প্যান্ডেল অতীত! সরস্বতী পুজোয় এখন ভরসা রেডিমেড মণ্ডপ, দাম কেমন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল