TRENDING:

Kitchen Garden: বাজারে কেনা সবজিকে টা-টা বাই-বাই, স্কুলের মাঠেই ফলছে অমৃত! প্রধান শিক্ষকের উদ্যোগে মিলছে ভরপুর পুষ্টি

Last Updated:

Purulia Kitchen Garden: এই সবজির বাগানে বর্তমানে পুষ্টিগুণে ভরপুর পেঁপে, গাজর, বিটসহ নানা ধরনের শাকসবজি চাষ করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও পুষ্টির কথা মাথায় রেখে এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন প্রধান শিক্ষক। পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের ইন্দ্রবিল চক্রের অন্তর্গত খৈরনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার চন্দ্র বিদ্যালয় চত্বরে গড়ে তুলেছেন একটি বৃহৎ সবজির বাগান।
advertisement

এই সবজির বাগানে বর্তমানে পুষ্টিগুণে ভরপুর পেঁপে, গাজর, বিটসহ নানা ধরনের শাকসবজি চাষ করা হচ্ছে। প্রধান শিক্ষকের মূল উদ্দেশ হল বাজার থেকে কেনা কীটনাশক ও রাসায়নিক সারযুক্ত সবজির উপর নির্ভরশীলতা কমিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার নিশ্চিত করা। সেই লক্ষ্যেই বিদ্যালয়ের মিড-ডে-মিলের জন্য প্রয়োজনীয় সবজি এখন সংগ্রহ করা হচ্ছে এই বাগান থেকেই।

advertisement

আরও পড়ুন: এবার গ্রামের ছেলেরাও বাজিমাত করবে ভলিবলে, মাঠ কাঁপাতে তৈরি রঘুনাথপুর! নতুন প্রতিভা খোঁজার মেগা প্রস্তুতি

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার চন্দ্র বলেন, “ছাত্রছাত্রীরা যাতে প্রতিদিন পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার পায়, সেই ভাবনা থেকেই এই সবজির বাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এই বাগান থেকেই প্রায় প্রতিদিনের প্রয়োজনীয় সবজি পাওয়া যাচ্ছে, যা সরাসরি মিড ডে মিলের রান্নায় ব্যবহার করা হচ্ছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মাধ্যমিকে ইতিহাসেও উঠবে ছাঁকা নম্বর! উত্তর লেখার সময় মনে রাখতে হবে এই ৪ নিয়ম
আরও দেখুন

এর ফলে একদিকে যেমন বিদ্যালয়ের পড়ুয়ারা পাচ্ছে টাটকা ও পুষ্টিকর খাবার, তেমনই অন্যদিকে পরিবেশবান্ধব ও জৈব চাষাবাদ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতাও গড়ে উঠছে। বিদ্যালয় চত্বরেই হাতে-কলমে চাষাবাদের অভিজ্ঞতা পাচ্ছে ছোট ছোট শিশুরা। খৈরনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তা অন্যান্য বিদ্যালয়ের জন্যও এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kitchen Garden: বাজারে কেনা সবজিকে টা-টা বাই-বাই, স্কুলের মাঠেই ফলছে অমৃত! প্রধান শিক্ষকের উদ্যোগে মিলছে ভরপুর পুষ্টি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল