Purulia News: এবার গ্রামের ছেলেরাও বাজিমাত করবে ভলিবলে, মাঠ কাঁপাতে তৈরি রঘুনাথপুর! নতুন প্রতিভা খোঁজার মেগা প্রস্তুতি
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia News: যুবসমাজকে ভলিবল খেলায় উৎসাহিত করতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল রঘুনাথপুর মহকুমা ক্রীড়া সংস্থা।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমা এলাকার যুবসমাজকে ভলিবল খেলায় উৎসাহিত করতে এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল রঘুনাথপুর মহকুমা ক্রীড়া সংস্থা। এই উদ্যোগের অংশ হিসেবে রঘুনাথপুরে আয়োজন করা হয় এক আকর্ষণীয় ভলিবল প্রতিযোগিতা, যা ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমী মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল মহকুমা এলাকার যুবকদের ভলিবল খেলায় আগ্রহী করে তোলা এবং খেলাধুলার প্রতি তাদের উৎসাহ আরও বাড়িয়ে তোলা। রঘুনাথপুর মহকুমা ক্রীড়া সংস্থার প্রবীণ সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, যা যুবসমাজের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
advertisement
advertisement
ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরাঞ্চলে ভলিবল খেলার চল থাকলেও গ্রামীণ এলাকায় এই খেলার প্রচলন তুলনামূলকভাবে অনেক কম। সেই কারণেই গ্রামীণ এলাকায় ভলিবল খেলাকে জনপ্রিয় করে তুলতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থার সদস্যদের বক্তব্য, “আমরা চাই ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি গ্রামীণ এলাকার ছেলেরা ভলিবল খেলাতেও সমানভাবে দক্ষ হয়ে উঠুক। আগামীদিনে এই ভলিবল খেলাকে কিভাবে আরও ছরিয়ে দেওয়া যায়, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রঘুনাথপুর মহকুমা ক্রীড়া সংস্থার এই উদ্যোগ আগামী দিনে যুবসমাজকে মাদকাসক্তি ও কুসংস্কারের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খেলাধুলার মাধ্যমে যুবকদের সুস্থ, সচেতন ও গঠনমূলক জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 27, 2026 1:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: এবার গ্রামের ছেলেরাও বাজিমাত করবে ভলিবলে, মাঠ কাঁপাতে তৈরি রঘুনাথপুর! নতুন প্রতিভা খোঁজার মেগা প্রস্তুতি








