ইতিহাসের তথ্য অনুযায়ী পঞ্চকোট রাজ পরিবারের জমিদার জগন্নাথ সিং এই রাস মন্দিরের নির্মাণ করেন। বেগুনকোদর বাজারের মাঝখানে এই মন্দিরটি আড়াই হাজার বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত। সময়ের সঙ্গে সঙ্গে এই মন্দির ভেঙে পড়েছিল। পরবর্তীতে বেগুনকোদর নাগরিক মঞ্চ নিজেদের উদ্যোগে এই মন্দির সংস্কার করেন ও নানান দেবদেবীর ছবি তুলে ধরেন।
advertisement
জেলার মানুষদের আবেগ মিশে রয়েছে এই মন্দিরে। বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে এই মন্দির সংস্কার করা হচ্ছে। তাতে খুশি বেগুনকোদরবাসীরা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মিলন কর্মকার ও ফকির কর্মকার বলেন, তাদের ভীষণই ভালো লাগছে এই মন্দির সংস্কার হওয়ায়। সরকারিভাবে এই কাজ চলছে। তাদের গ্রামের ঐতিহ্য এই মন্দির। তাই তারা খুবই খুশি হচ্ছেন মন্দির নতুন রূপে সেজে উঠছে বলে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিপূর্বে এই মন্দির সংস্কার হলেও সম্পূর্ণরূপে সংস্কার হয়নি। এই প্রথমবার সম্পূর্ণরূপে এই মন্দির সংস্কার করা হচ্ছে। তাতেই খুশি হওয়া গোটা জঙ্গলমহলে।





