বিষয়টা নিয়ে আলোচনা চলছে জেলা স্বাস্থ্য বিভাগে। নিপা ভাইরাসের লক্ষণ দেখা দিলে বা জ্বর হলে লালা পরীক্ষার ব্যবস্থা করা হবে। দুটি রুম এবং আলাদা দুটি ইউনিট করার পরিকল্পনা নিয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। রাজ্য থেকে নির্দেশিকা এলেই সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।
advertisement
এ বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সুকমল বিষয়ী বলেন, মূলত বাদুর থেকে নিপা ভাইরাস ছড়াচ্ছে। তাই বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে সাধারণ মানুষকে। এই সময় জেলার বিভিন্ন জায়গায় খেজুরের রস থেকে গুড় সংগ্রহ করা হয়। অনেকেই খেজুরের রস খাচ্ছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে খেজুরের রস একেবারেই খাওয়া যাবে না। এছাড়াও পার্সোনাল হাইজিন মেন্টেন করতে হবে।
করোনার সময়কাল থেকেই আলাদা দুটি ঘর রয়েছে হাসপাতালে। প্রয়োজনে সেই ঘর গুলিকে কাজে লাগানো হবে। এরপর আলোচনার মাধ্যমে এই ভাইরাসের মোকাবিলায় আরও বাড়তি ব্যবস্থা নেওয়া হবে। যদি জেলায় নিপা ভাইরাসের প্রকোপ দেখা যায় তাহলে সমস্ত দিক থেকেই তারা প্রস্তুত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
করোনা ভাইরাসের পরে সারা রাজ্য জুড়ে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে। জেলা পুরুলিয়াতেও সেই আতঙ্কের প্রভাব বিস্তার করেছে। তবে স্বস্তি রয়েছে একটাই জায়গায়। আপাতত জেলা জুড়ে নিপা ভাইরাসে আক্রান্তের কোন হদিশ পাওয়া যায়নি। তবুও বাড়তি সচেতনতা অবলম্বন করছে জেলা স্বাস্থ্য বিভাগ।





