TRENDING:

North 24 Parganas News: মাটিয়া কাণ্ডে বড় আপডেট, যুবকের রহস্যমৃত্যুতে প্রথম গ্রেফতার! উত্তাল পরিস্থিতির পরেই অ্যাকশনে পুলিশ

Last Updated:

North 24 Parganas News: অবশেষে মাটিয়া থানা এলাকায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার এক। খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাটিয়া, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: অবশেষে মাটিয়া থানা এলাকায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার এক। খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। এরপর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তাতেই এই সাফল্য। জানা গিয়েছে, গতকাল রবিবার রাতেই মাটিয়া থানার পুলিশ সালমান মণ্ডল নামে একজনকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে মাটিয়া থানার পুলিশ।
স্থানীয়ের ক্ষোভ।
স্থানীয়ের ক্ষোভ।
advertisement

উল্লেখ্য, রবিবার মাটিয়া থানার সিথুলিয়া এলাকায় রিয়াজ মন্ডল (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এলাকারই একটি আম বাগানের ভিতর পরিত্যক্ত ডোবার ভেতর থেকে উদ্ধার করা হয় দেহটি। দেহ উদ্ধারের পরেই সিথুলিয়া এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার জেরে চাঁপাপুকুর পঞ্চায়েতের উপপ্রধান পিন্টু মণ্ডলের বাড়িতে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকী এলাকা ছেড়ে অন্যত্র চলে যান উপপ্রধান পিন্টু মন্ডল।

advertisement

আরও পড়ুন: আবর্জনাই আয়ের খনি, ফেলে দেওয়া প্লাস্টিকেই ভাগ্য বদল! মহিলাদের রোজগারের এই ফর্মুলা এখন সুপারহিট 

রিয়াজ মন্ডলের পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, রিয়াজ মন্ডলকে খুন করা হয়েছে। এই খুনের পিছনে পিন্টু মন্ডল ও তার দলবল রয়েছে বলে অভিযোগ ওঠে। আর এই অভিযোগ তুলেই এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পিন্টু মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, মৃত রিয়াজ মন্ডল গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। মাটিয়া থানায় পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

advertisement

আরও পড়ুন: মোটা লাভের আশায় কাড়ি কাড়ি টাকা ঢেলেছেন চাষে, কিন্তু জলের অভাবে সব শেষ! ঋণমুক্তি কোন পথে, ভেবেই দিশেহারা কৃষকরা

সেরা ভিডিও

আরও দেখুন
এ কী কাণ্ড! রেললাইন ছেড়ে ভাতারের পিচ রাস্তায় ছুটছে 'বন্দে ভারত'! তারপর...
আরও দেখুন

তখন এলাকার লোক ও পরিবারের লোক একত্রিত হয়ে সালমান মন্ডল সহ দুজনকে আটকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ আসার পরেও পিন্টু মণ্ডল এই সালমান মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে দেয়নি বা আটক করতে দেয়নি। তারপরই গতকাল রিয়াজ মন্ডলের দেহ উদ্ধার হয়। আর দেহ উদ্ধারের পরেই উত্তপ্ত হয়ে উঠে এলাকা আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সালমান মন্ডলকে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: মাটিয়া কাণ্ডে বড় আপডেট, যুবকের রহস্যমৃত্যুতে প্রথম গ্রেফতার! উত্তাল পরিস্থিতির পরেই অ্যাকশনে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল