উল্লেখ্য, রবিবার মাটিয়া থানার সিথুলিয়া এলাকায় রিয়াজ মন্ডল (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এলাকারই একটি আম বাগানের ভিতর পরিত্যক্ত ডোবার ভেতর থেকে উদ্ধার করা হয় দেহটি। দেহ উদ্ধারের পরেই সিথুলিয়া এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার জেরে চাঁপাপুকুর পঞ্চায়েতের উপপ্রধান পিন্টু মণ্ডলের বাড়িতে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকী এলাকা ছেড়ে অন্যত্র চলে যান উপপ্রধান পিন্টু মন্ডল।
advertisement
আরও পড়ুন: আবর্জনাই আয়ের খনি, ফেলে দেওয়া প্লাস্টিকেই ভাগ্য বদল! মহিলাদের রোজগারের এই ফর্মুলা এখন সুপারহিট
রিয়াজ মন্ডলের পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, রিয়াজ মন্ডলকে খুন করা হয়েছে। এই খুনের পিছনে পিন্টু মন্ডল ও তার দলবল রয়েছে বলে অভিযোগ ওঠে। আর এই অভিযোগ তুলেই এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পিন্টু মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, মৃত রিয়াজ মন্ডল গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। মাটিয়া থানায় পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।
তখন এলাকার লোক ও পরিবারের লোক একত্রিত হয়ে সালমান মন্ডল সহ দুজনকে আটকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ আসার পরেও পিন্টু মণ্ডল এই সালমান মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে দেয়নি বা আটক করতে দেয়নি। তারপরই গতকাল রিয়াজ মন্ডলের দেহ উদ্ধার হয়। আর দেহ উদ্ধারের পরেই উত্তপ্ত হয়ে উঠে এলাকা আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সালমান মন্ডলকে।
