TRENDING:

Nitin Nabin: বিজেপি সভাপতি হয়ে বাংলা থেকেই জনসভায় বক্তৃতার ইনিংস শুরু করবেন নিতিন নবীন

Last Updated:

Nitin Nabin: সর্বভারতীয় সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করে প্রথম রাজ্য সফর পশ্চিমবঙ্গ থেকেই। সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন, তবে বিজেপি নেতৃত্বের পাখির চোখ বাংলায় নির্বাচন জেতা, তাই দায়িত্ব নিয়ে বাংলায় আসছেন নয়া বিজেপি সভাপতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সর্বভারতীয় সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করে প্রথম রাজ্য সফর পশ্চিমবঙ্গ থেকেই। সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন, তবে বিজেপি নেতৃত্বের পাখির চোখ বাংলায় নির্বাচন জেতা, তাই দায়িত্ব নিয়ে বাংলায় আসছেন নয়া বিজেপি সভাপতি।
কলকাতা থেকেই সফর শুরু নবীনের
কলকাতা থেকেই সফর শুরু নবীনের
advertisement

আরও পড়ুন: ভারতে না খেললে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, সুযোগ পাবে অন্য দেশ! ICC-র সভায় ভোটাভুটিতে চরম সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচনের আগে বাংলার বর্ধমান-দুর্গাপুর থেকেই জনসভা বক্তৃতার ইনিংস শুরু করতে চলেছেন নীতিন নবীন। সব ঠিক থাকলে ২৭ জানুয়ারি রাতে কলকাতা পৌঁছনোর কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের। সূত্রের খবর, ২৮ জানুয়ারি বর্ধমান-দুর্গাপুরে সভা করবেন নীতিন। সেই সঙ্গে ওই দিনই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখান থেকেই বাংলায় নির্বাচনের পরিকল্পনা হবে বলে খবর।

advertisement

আরও পড়ুন: নিরাপত্তার জন্য লিভ-ইনে থাকা মহিলাদের স্ত্রীর মর্যাদা দেওয়া উচিত: মাদ্রাজ হাই কোর্ট

আজ, বুধবার বিজেপি সদর দফতরে আরএসএস শীর্ষ নেতৃত্ব, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পদাধিকারী এবং সব রাজ্য সভাপতিদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শীর্ষ নেতৃত্বের কর্মসূচি ছাড়াও দৈনিক রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য ভোটমুখী বাংলায় ভিন রাজ্যের নেতাদের কী ভূমিকা হবে তা আলোচনা হয়েছে বৈঠকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছোট্ট আইডিয়া বদলে দিল ভাগ্য, পকেটে টাকার জোয়ার! অভাবের অতীত, বাজার কাঁপাচ্ছেন এই শিল্পীরা
আরও দেখুন

এর আগে অমিত শাহ নির্বাচনের আগে বিজেপির সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন। সেই মতো রাজ্য বিজেপির নেতৃত্ব নির্বাচনে লড়ার জন্য ঝাঁপিয়েও পড়েছে। এবার কনিষ্ঠতম বিজেপির সভাপতি নিতিন নবীন এসে কী পরিকল্পনা করেন সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nitin Nabin: বিজেপি সভাপতি হয়ে বাংলা থেকেই জনসভায় বক্তৃতার ইনিংস শুরু করবেন নিতিন নবীন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল