Success Story: চাকরিকে বলে বলে গোল দিচ্ছেন তিন যুবক, প্যাশনের জোরে হচ্ছে অঢেল আয়! দেখলেই লোকে তাকিয়ে থাকে
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Malda Success Story: কখনও কোনও মেলা, কখনও বাজারের রাস্তা। জায়গায় বসে ছবি এঁকে নিজেদের রোজগারের পথ খুঁজে নিয়েছেন তিন যুবক।
advertisement
1/6

কেউ এমএসসি পাস, কেউ আবার বিএসসি। উচ্চশিক্ষিত হয়েও চাকরির পেছনে না ছুটে নিজেদের প্রতিভাকেই জীবিকার পথ হিসেবে বেছে নিয়েছেন মালদহের তিন বন্ধু। তাঁদের অভিনব শিল্পকর্ম এখন নজর কাড়ছে পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পপ্রেমীদের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই, রাস্তার উপর বসে রুল ও রবার ব্যবহার করে যে কোনও মানুষের লাইভ পোর্ট্রেট ছবি এঁকে দিচ্ছেন এই তিন যুবক। চোখের সামনে কয়েক মিনিটে নিখুঁত প্রতিকৃতি তৈরি হতে দেখে অবাক হচ্ছেন সবাই।
advertisement
3/6
মালদহের এই তিন বন্ধু হলেন গোলক ঘোষ, দেবকান্ত মণ্ডল ও সন্দীপন দাস। কখনও কোনও মেলা, কখনও বাজারের রাস্তা। এভাবেই বিভিন্ন জায়গায় বসে ছবি এঁকে নিজেদের রোজগারের পথ খুঁজে নিয়েছেন তাঁরা। সাধারণ কাগজেই মুহূর্তের মধ্যে ফুটিয়ে তুলছেন মানুষের মুখচ্ছবি।
advertisement
4/6
এদিন মালদহ জেলা বইমেলা প্রাঙ্গণে রাস্তার ধারে চেয়ার সাজিয়ে তাঁদের এমনই লাইভ পোর্ট্রেট আঁকতে দেখা যায়। ভিড় জমে যায় মুহূর্তের মধ্যেই। কেউ ছবি আঁকাতে দাঁড়াচ্ছেন, কেউ আবার মোবাইলে সেই দৃশ্য বন্দি করছেন।
advertisement
5/6
এ প্রসঙ্গে শিল্পী গোলক ঘোষ জানান, “একটি ছবি তৈরি করতে সাধারণত ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। রাস্তায় বসেই আমরা ছবি আঁকি এবং সেখান থেকেই রোজগার করি। মানুষ আমাদের কাজ পছন্দ করছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
advertisement
6/6
উচ্চশিক্ষিত হয়েও নিজের দক্ষতা ও সৃজনশীলতাকে জীবনের মূল শক্তি হিসেবে কাজে লাগিয়েছেন তাঁরা। তিন বন্ধুর এমন কাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাধারণ মানুষ থেকে শিল্প প্রেমিরা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Success Story: চাকরিকে বলে বলে গোল দিচ্ছেন তিন যুবক, প্যাশনের জোরে হচ্ছে অঢেল আয়! দেখলেই লোকে তাকিয়ে থাকে