স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহত নাবালিকার নাম নাসরিন খাতুন (৮)। তার বাড়ি বীরভূমের কুনিটিয়া গ্রামে। সে তার মায়ের সঙ্গে বড়ঞা থানার আহিরা দিঘির পাড়ে তার মামার বাড়ি আসছিল। আর তখনই কুলি চৌরাস্তা মোড়ে বাস থেকে নামার সময় আচমকাই শিশুটি পড়ে যায় এবং সেই মুহূর্তেই একটি লবন বোঝাই ট্রাক তার ডান হাতের ওপর দিয়ে চলে যায়।
advertisement
শিশুর চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ছুটে আসেন। ঘটনাস্থলে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। ওখান থেকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বড়ঞা থানার পুলিশ লরিটিকে আটক করেছে। দুর্ঘটনার জেরে কুলি চৌরাস্তা এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় ডাম্পার ও লরির দ্রুত গতিতে যাওয়ার কারণেই প্রায় ঘটছে দুর্ঘটনা। আর সেই রকমই আজকেও এই দুর্ঘটনা ঘটল। এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে আনার দাবি রাখেন স্থানীয় বাসিন্দারা।






