বাস থামিয়ে দ্রুত সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। যদিও আতঙ্কে রয়েছে যাত্রীরা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার অনুমান দমকলের।
বাসে থাকা যাত্রীরা জানিয়েছেন, বহরমপুর থেকে হরিহরপাড়া হয়ে কলকাতা যাওয়ার উদ্দ্যেশে রওনা দিয়েছিল এই বেসরকারি বাসটি। রাতেই দৈনন্দিন হরিহরপাড়া হয়ে কলকাতা রওনা দেয়।
advertisement
দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস
কিন্তু হরিহরপাড়ার গজনীপুরে কাছে হঠাৎই বাস থেকে ধোঁয়া দেখতে পান বাসের মধ্যে থাকা যাত্রীরা। এরপরেই বাসের মধ্যে হুড়োহুড়ি কাণ্ড বেঁধে যায়। তড়িঘড়ি বাসের চালক বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। আর তারপরেই ঘটে দুর্ঘটনা। কিছুক্ষণ পর আগুন ধরে যায় বাসের মধ্যে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কের পরিবেশ তৈরি হলেও যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হরিহরপাড়া থানার আইসি-সহ পুলিশ বাহিনী ও দমকলের একটি ইঞ্জিন। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা তার তদন্ত করে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ ।অন্যদিকে দমকল আধিকারিকরা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও কোনও হতাহতের খবর নেই বলে পুলিশ জানিয়েছে।






