জানা যাচ্ছে, নিখোঁজ মহিলার নাম পুষ্পা লঞ্জেয়ার নাম্নী। গত বছরের ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাতে ডেবরা থানার পুলিশ হাইরোডের ধারে একা হেঁটে যেতে দেখে এক মহিলাকে। তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।
advertisement
জিজ্ঞাসাবাদে জানা যায়, বয়স্ক ওই মহিলা মানসিক সমস্যায় ভুগছেন। মহিলার থেকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত ঠিকানার ভিত্তিতে তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে পুলিশ। পরিশেষে পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয় এবং তারা উক্ত মহিলাকে সনাক্ত করেন।
advertisement
শনিবার ওই মহিলার কন্যা তৃপ্তি লঞ্জেয়ার ডেবরা থানায় উপস্থিত হয়ে যথাযথ পরিচয় দিয়ে মা পুষ্পা লঞ্জেয়ারকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। মহিলার বাড়ি ছত্তিশগড় রাজ্যে বলে জানা গিয়েছে।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 17, 2026 11:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: ছত্তিশগড়ের নিঁখোজ মহিলার হদিস রাজ্যে, কাঠখড় পুড়িয়ে মিলল পরিবারের ঠিকানা, মাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মেয়ে
