TRENDING:

West Medinipur News: ছত্তিশগড়ের নিঁখোজ মহিলার হদিস রাজ্যে, কাঠখড় পুড়িয়ে মিলল পরিবারের ঠিকানা, মাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মেয়ে

Last Updated:

West Medinipur News: ছত্তিশগড়ের নিঁখোজ মহিলা উদ্ধার হল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায়। গত বছরের ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন মানসিক সমস্যায় ভোগা বয়স্ক মহিলা। উদ্ধারের পর মহিলাকে পরিবারের হাতে তুলে দিল ডেবরা থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালী: ছত্তিশগড়ের নিঁখোজ মহিলা উদ্ধার হল এই রাজ্যে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় হাইরোডের ধার থেকে এক বয়স্ক মহিলাকে উদ্ধার করে ডেবরা থানার পুলিশ। খোঁজখবর নিয়ে জানা যায়, ওই মহিলা ছত্তিশগড়ের বাসিন্দা। গত বছরের ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। উদ্ধারের পর মহিলাকে পরিবারের হাতে তুলে দিয়েছে ডেবরা থানার পুলিশ।
ছত্তিশগড়ের নিঁখোজ মহিলা উদ্ধার হল এই রাজ্যে
ছত্তিশগড়ের নিঁখোজ মহিলা উদ্ধার হল এই রাজ্যে
advertisement

জানা যাচ্ছে, নিখোঁজ মহিলার নাম পুষ্পা লঞ্জেয়ার নাম্নী। গত বছরের ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাতে ডেবরা থানার পুলিশ হাইরোডের ধারে একা হেঁটে যেতে দেখে এক মহিলাকে। তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।

আরও পড়ুনঃ মূর্তি নদীতে স্নান করতে গিয়ে যুবকের প্রাণ নিয়ে যমে-মানুষে টানাটানি! গরুমারা অভয়ারণ্য লাগোয়া মূর্তি বনবস্তিতে আতঙ্কের পরিবেশ

advertisement

জিজ্ঞাসাবাদে জানা যায়, বয়স্ক ওই মহিলা মানসিক সমস্যায় ভুগছেন। মহিলার থেকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত ঠিকানার ভিত্তিতে তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে পুলিশ। পরিশেষে পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয় এবং তারা উক্ত মহিলাকে সনাক্ত করেন।

আরও পড়ুনঃ জোড়া উপহার প্রাপ্তি! কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ ও বন্দে ভারত স্লিপারের স্টপেজ, উত্তরবঙ্গে ঐতিহাসিক দিন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলা না পাঠালে সম্মান নেই! জানুন জয়দেব মেলায় ৬০ লরি কলা বিক্রির নেপথ্য কাহিনি
আরও দেখুন

শনিবার ওই মহিলার কন্যা তৃপ্তি লঞ্জেয়ার ডেবরা থানায় উপস্থিত হয়ে যথাযথ পরিচয় দিয়ে মা পুষ্পা লঞ্জেয়ারকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। মহিলার বাড়ি ছত্তিশগড় রাজ্যে বলে জানা গিয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: ছত্তিশগড়ের নিঁখোজ মহিলার হদিস রাজ্যে, কাঠখড় পুড়িয়ে মিলল পরিবারের ঠিকানা, মাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল