Elephant Attack: মূর্তি নদীতে স্নান করতে গিয়ে যুবকের প্রাণ নিয়ে যমে-মানুষে টানাটানি! গরুমারা অভয়ারণ্য লাগোয়া মূর্তি বনবস্তিতে আতঙ্কের পরিবেশ

Last Updated:

Jalpaiguri Elephant Attack: গরুমারা অভয়ারণ্য সংলগ্ন মূর্তি নদীতে স্নান করতে গিয়ে হাতির হানায় গুরুতর আহত হলেন এক যুবক। এর আগে মূর্তি বনবস্তি এলাকায় হাতির হানায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মূর্তি নদী
মূর্তি নদী
মূর্তি, জলপাইগুড়ি, রকি চৌধূরী: মূর্তি পর্যটন এলাকায় মূর্তি নদীতে স্নান করতে গিয়ে হাতির হানায় গুরুতর আহত হলেন এক যুবক। আহতের নাম কিষাণ ওরাওঁ। বয়স ১৮। বাড়ি মূর্তি বনবস্তি এলাকায়।
শনিবার দুপুরে ওই যুবক গরুমারা অভয়ারণ্য সংলগ্ন মূর্তি নদীতে স্নান করতে যান। ওই সময় একটি বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে ওই যুবকের উপর হামলা চালায়। পরে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। স্থানীয় বাসিন্দারা আহত যুবককে উদ্ধার করে নিয়ে যায় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ জোড়া উপহার প্রাপ্তি! কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ ও বন্দে ভারত স্লিপারের স্টপেজ, উত্তরবঙ্গে ঐতিহাসিক দিন
তরুণের মামা কমল ওরাওঁ বলেন, এদিন কিষাণ মূর্তি নদীতে স্নান করতে যায়। পরে তিনি শোনেন হাতির হানায় সে জখম হয়েছে। খবর পাওয়ার পরেই হাসপাতালে আসেন তিনি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় বন দফতরের কর্মীরাও।
advertisement
advertisement
উল্লেখ্য, এর আগে মূর্তি বনবস্তি এলাকায় হাতির হানায় একাধিক ব্যক্তির মৃত্যুও হয়েছে। এদিন আবারও হাতির হামলার ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant Attack: মূর্তি নদীতে স্নান করতে গিয়ে যুবকের প্রাণ নিয়ে যমে-মানুষে টানাটানি! গরুমারা অভয়ারণ্য লাগোয়া মূর্তি বনবস্তিতে আতঙ্কের পরিবেশ
Next Article
advertisement
Birbhum News: রান্নার গ্যাসের ভর্তুকির টোপ, বীরভূমে ফাঁদে পা দিয়ে অনেকের সর্বনাশ! কীভাবে প্রতারণা? সাবধান হোন আগেভাগে
রান্নার গ্যাসের ভর্তুকির টোপ, বীরভূমে ফাঁদে পা দিয়ে অনেকের সর্বনাশ!কীভাবে চলছে প্রতারণা?
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকেরা নিজেদের গ্যাস অফিসের কর্মী পরিচয় দিয়ে প্রথমে ফোন করে। ভর্তুকির টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি, এই অজুহাতে গ্রাহকদের গ্যাস কার্ড নম্বর ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement