Elephant Attack: মূর্তি নদীতে স্নান করতে গিয়ে যুবকের প্রাণ নিয়ে যমে-মানুষে টানাটানি! গরুমারা অভয়ারণ্য লাগোয়া মূর্তি বনবস্তিতে আতঙ্কের পরিবেশ
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Jalpaiguri Elephant Attack: গরুমারা অভয়ারণ্য সংলগ্ন মূর্তি নদীতে স্নান করতে গিয়ে হাতির হানায় গুরুতর আহত হলেন এক যুবক। এর আগে মূর্তি বনবস্তি এলাকায় হাতির হানায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মূর্তি, জলপাইগুড়ি, রকি চৌধূরী: মূর্তি পর্যটন এলাকায় মূর্তি নদীতে স্নান করতে গিয়ে হাতির হানায় গুরুতর আহত হলেন এক যুবক। আহতের নাম কিষাণ ওরাওঁ। বয়স ১৮। বাড়ি মূর্তি বনবস্তি এলাকায়।
শনিবার দুপুরে ওই যুবক গরুমারা অভয়ারণ্য সংলগ্ন মূর্তি নদীতে স্নান করতে যান। ওই সময় একটি বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে ওই যুবকের উপর হামলা চালায়। পরে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। স্থানীয় বাসিন্দারা আহত যুবককে উদ্ধার করে নিয়ে যায় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ জোড়া উপহার প্রাপ্তি! কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ ও বন্দে ভারত স্লিপারের স্টপেজ, উত্তরবঙ্গে ঐতিহাসিক দিন
তরুণের মামা কমল ওরাওঁ বলেন, এদিন কিষাণ মূর্তি নদীতে স্নান করতে যায়। পরে তিনি শোনেন হাতির হানায় সে জখম হয়েছে। খবর পাওয়ার পরেই হাসপাতালে আসেন তিনি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় বন দফতরের কর্মীরাও।
advertisement
advertisement
উল্লেখ্য, এর আগে মূর্তি বনবস্তি এলাকায় হাতির হানায় একাধিক ব্যক্তির মৃত্যুও হয়েছে। এদিন আবারও হাতির হামলার ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 17, 2026 9:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant Attack: মূর্তি নদীতে স্নান করতে গিয়ে যুবকের প্রাণ নিয়ে যমে-মানুষে টানাটানি! গরুমারা অভয়ারণ্য লাগোয়া মূর্তি বনবস্তিতে আতঙ্কের পরিবেশ









