TRENDING:

Anandapur Fire: আনন্দপুরের ‘জতুগৃহে’ এখনও মৃত্যুমিছিল! ধ্বংসস্তূপে উদ্ধার আরও দুই দেহের টুকরো, মোট ২৭ দেহাংশ উদ্ধার

Last Updated:

Anandapur Fire: ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর আনন্দপুররে ভস্মীভূত গোডাউনের ধ্বংসস্তূপ সরাতেই একের পর বেরিয়ে আসছে দেহের টুকরো৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর আনন্দপুররে ভস্মীভূত গোডাউনের ধ্বংসস্তূপ সরাতেই একের পর বেরিয়ে আসছে দেহের টুকরো৷ অগ্নিকাণ্ডের স্থল থেকে শুক্রবার আরও দু’জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে৷ সূত্রের খবর, ইতিমধ্যেই ময়নাতদন্ত ও ফরেন্সিক এবং ডিএনএ পরীক্ষার জন‍্য পাঠানো হয়েছে উদ্ধারকৃত দেহাংশ৷ এখনও পর্যন্ত এই নিয়ে মোট ২৭ জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে বলেই জানা গিয়েছে৷
আনন্দপুরের ‘জতুগৃহে’ এখনও মৃত্যুমিছিল! ধ্বংসস্তূপে উদ্ধার আরও দুই দেহের টুকরো
আনন্দপুরের ‘জতুগৃহে’ এখনও মৃত্যুমিছিল! ধ্বংসস্তূপে উদ্ধার আরও দুই দেহের টুকরো
advertisement

গতকাল, বৃহস্পতিবার সারাদিনে উদ্ধার করা হয় আরও চারজনের দেহ৷ এরই মধ্যে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে৷ ওয়াও মোমোর সেই গুদামের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবারই বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোরঞ্জন শিট আনন্দপুরের গুদামে ম্যানেজারের দায়িত্বে ছিলেন। ডেপুটি ম্যানেজার ছিলেন রাজা চক্রবর্তী।

advertisement

আরও পড়ুন: সোমবার মাধ্যমিক শুরু, এবছর বাড়ল পরীক্ষার্থীর সংখ্যা! নির্বিঘ্নে পরীক্ষা করতে আরও কড়া বোর্ড

আরও পড়ুন: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ‍্যে মুখ দিয়ে লালা ঝরে? কোন সমস‍্যার লক্ষণ? এখনই জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সিঁথিতে উঠল সিঁদুর, ২৮ জোড়া নব দম্পতির নতুন সংসারের সব গুছিয়ে দিলেন উদ্যোক্তারা
আরও দেখুন

তাঁরা দুজনেই ওয়াও মোমোর কর্মী। গত ২৫ জানুয়ারি মধ্যরাতে গুদামে যখন আগুন লাগল, তখন তাঁরা কোথায় ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চাইতে পারেন তদন্তকারীরা। আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় পর পর দু’টি গুদামে আগুন লেগেছিল। দ্বিতীয় গুদামের মালিক গঙ্গাধর দাসকে আগেই গ্রেফতার করা হয়েছে। ওই গুদাম থেকে আগুন ছড়ায় ওয়াও মোমোর গুদামেও। রাতের ডিউটিতে থাকা কর্মীরা ভিতরে আটকে পড়েছিলেন। জোড়া গুদামের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Anandapur Fire: আনন্দপুরের ‘জতুগৃহে’ এখনও মৃত্যুমিছিল! ধ্বংসস্তূপে উদ্ধার আরও দুই দেহের টুকরো, মোট ২৭ দেহাংশ উদ্ধার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল