advertisement

Madhyamik Exam: সোমবার মাধ্যমিক শুরু, এবছর বাড়ল পরীক্ষার্থীর সংখ্যা! নির্বিঘ্নে পরীক্ষা করতে আরও কড়া বোর্ড

Last Updated:

Madhyamik Exam: সোমবার থেকেই শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা৷ তার আগেই সাংবাদিক বৈঠক করে এ বছরের মাধ্যমিক নিয়ে বিশদ তথ্য দিল বোর্ড৷

সোমবার মাধ্যমিক শুরু, এবছর বাড়ল পরীক্ষার্থীর সংখ্যা! নির্বিঘ্নে পরীক্ষা করতে আরও কড়া বোর্ড  প্রতীকী ছবি
সোমবার মাধ্যমিক শুরু, এবছর বাড়ল পরীক্ষার্থীর সংখ্যা! নির্বিঘ্নে পরীক্ষা করতে আরও কড়া বোর্ড প্রতীকী ছবি
কলকাতা: সোমবার থেকেই শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা৷ তার আগেই সাংবাদিক বৈঠক করে এ বছরের মাধ্যমিক নিয়ে বিশদ তথ্য দিল বোর্ড৷ এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৪২৬৭৩৩ ছাত্রীদের সংখ্যা ৫৪৪৬০৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০৷ গত বছরের চেয়ে প্রায় দু লক্ষ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা৷
পরীক্ষার নিয়ম সংক্রান্ত বিষয়ও বিশদে জানিয়ে দিল বোর্ড৷ ১০. ৪৫ থেকে প্রশ্ন বিতরণ শুরু হবে। ১১ টা থেকে পরীক্ষা শুরু হবে। ২ টো পর্যন্ত চলবে। ২ তারিখ থেকে শুরু হবে। ১২ তারিখ পর্যন্ত চলবে। ২৬৮২ টি স্কুলে পরীক্ষা হবে৷ একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক স্কুল নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা দেয়নি। ৯৫৪ টি স্কুল নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা দেয়নি।
advertisement
advertisement
সূত্রের খবর, পরীক্ষা পরিচালনার জন্য পর্ষদ স্কুলকে দেওয়া অর্থের পরিমান বাড়িয়েছে। ফাইন বাড়ানো প্রসঙ্গে বোর্ডের পক্ষ থেকে জানান হয়, ‘‘ফাইনটা সচেতনতা বাড়ানোর জন্য করা হয়েছে। আদালত নির্ধারিত কম ফাইন নেওয়া হয়েছে। ২৭৭৮৩ জন এর সার্টিফিকেট ভেরিফাই করে পাঠিয়ে দিয়েছি SIR-এর জন্য৷ ২৬৮৩ জন শিক্ষক আমাদের প্রতিদিন লাগে। সেইরকম কোনও শিক্ষক SIR-এ থাকলে তাঁকে ছাড়তে হবে। আমরা সেটা জানিয়েছি। পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্ন করা উচিত নয়। কোনও স্কুলকে শুনানি কেন্দ্র করা হয়নি বলেই আমাদের কাছে খবর আছে। আমরা নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছি তার কোনও উত্তর পাইনি।’’
advertisement
প্রসঙ্গত, সোমবার মাধ্যমিক তা সত্ত্বেও এখনও অ্যাডমিট কার্ড আসেনি ভবানীপুরের একটি নামী স্কুলে৷ স্কুলের গাফিলতিতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। স্কুল কতৃপক্ষকে ১০০০০ টাকা জরিমানা হাইকোর্টের। শুক্রবার সন্ধের মধ্যে এনরোলমেন্ট চেয়ে আবেদন করতে নির্দেশ মাধ্যমিক পড়ুয়া অয়ন দাসকে। মধ্যশিক্ষা পর্ষদকে জরুরি ভিত্তিতে অ্যাডমিট কার্ড প্রদানের নির্দেশ বিচারপতির।
advertisement
লেট ফি বা জরিমানা নিয়ে এনরোলমেন্ট নথিভুক্ত করবে মাধ্যমিক বোর্ড, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ভবানীপুরের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam: সোমবার মাধ্যমিক শুরু, এবছর বাড়ল পরীক্ষার্থীর সংখ্যা! নির্বিঘ্নে পরীক্ষা করতে আরও কড়া বোর্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement