SSC Recruitment 2026: একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের মেধাতালিকায় দুই অযোগ্য প্রার্থীর নাম! চাঞ্চল্য ছড়াতেই তড়িঘড়ি ব্যবস্থা SSC-র
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
SSC Recruitment 2026: একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকায় দুই অযোগ্য প্রার্থীর নাম। ইন্টারভিউয়ের পর মেধা তালিকায় নামও উঠে যায় দুই অযোগ্য প্রার্থীর।
কলকাতা: একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকায় দুই অযোগ্য প্রার্থীর নাম। ইন্টারভিউয়ের পর মেধা তালিকায় নামও উঠে যায় দুই অযোগ্য প্রার্থীর। এবার তা নজরে আসায় তাদের নাম বাতিল করল এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের তরফে নির্দেশিকা জারি করে তাদের নাম বাতিল করা হল৷
এর আগে ইন্টারভিউ শুরুর সময় একাধিক অযোগ্য প্রার্থীদের নাম বাতিল করে দেওয়া হয়েছিল। তারপরেও দুই অযোগ্য প্রার্থীর নাম কী করে মেধা তালিকায় চলে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। মেধাতালিকা প্রকাশের এক সপ্তাহ বাদে তা নজরে আসায় আদালতের নির্দেশ অনুযায়ী ওই দুই প্রার্থীর প্রার্থী পদ বাতিল করল এসএসসি।
advertisement
advertisement
প্রসঙ্গত, একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে ২১ জানুয়ারি। এক সপ্তাহ কেটে গেলেও বিষয় ভিত্তিক শূন্যপদের চূড়ান্ত তালিকা পৌঁছয়নি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র কাছে। ফলে প্রশ্ন উঠছে কাউন্সেলিং নিয়ে।
আরও পড়ুন: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা ঝরে? কোন সমস্যার লক্ষণ? এখনই জানুন
advertisement
শিক্ষা দফতর সূত্রের খবর, ১২,৪৪৫টি শূন্যপদে বিষয় ভিত্তিক ও জাতি ভিত্তিক কোথায় কত শূন্যপদ রয়েছে তার নির্ভুল তালিকা পাঠানো হবে এসএসসি-র কাছে, তার জেরেই সময় বেশি লাগছে। অন্যদিকে, এসএসসির বক্তব্য, এই তালিকা আসার পর তা খতিয়ে দেখতে আরও তিন-চার দিন সময় লাগবে। কোনও ভুল নজরে পড়লে তা সংশোধনের জন্য ফেরত পাঠানো হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 1:17 PM IST










