TRENDING:

Bengal-Bhutan: জয়গাঁ হয়ে ভুটান যাওয়া এখন আর‌ও সহজ, সময় লাগবে একেবারে অর্ধেক! আসল 'সিক্রেট' জানুন

Last Updated:

Bengal-Bhutan: অবশেষে তৈরি হতে চলেছে জয়গাঁ থেকে ভুটান যাওয়ার সড়ক।এই রাস্তাটি এম জি রোড নামে পরিচিত। রাস্তাটি সীমান্ত শহর জয়গাঁতে অবস্থিত। এই রাস্তাটি যুক্ত দ্বিতীয় ভুটান গেটের সঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দে: অবশেষে তৈরি হতে চলেছে জয়গাঁ থেকে ভুটান যাওয়ার সড়ক। এই রাস্তাটি এম জি রোড নামে পরিচিত। রাস্তাটি সীমান্ত শহর জয়গাঁতে অবস্থিত। এই রাস্তাটি যুক্ত দ্বিতীয় ভুটান গেটের সঙ্গে।
advertisement

এই রাস্তাটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল জয়গাঁবাসীর কাছে। আন্তর্জাতিক যোগাযোগ রক্ষাকারী সড়ক দেখলেই ভয় পেতেন গাড়ির চালক থেকে শুরু করে ব্যবসায়ীরা। বড় বড় গর্ত ছাড়া এই সড়কে কিছুই দেখা যাচ্ছিল না এতদিন ধরে। বর্ষাকালে রাস্তা হয়ে যেত পুকুর। এই রাস্তার দুই পাশে রয়েছে দোকানপাট। জয়গাঁর বড় ব্যবসায়ীদের ঠিকানা এই রাস্তাটি। এই রাস্তা খারাপ থাকায় ব্যবসাতেও ক্ষতি হচ্ছিল ব্যবসায়ীদের।এই নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হচ্ছিলেন তাঁরা।

advertisement

আরও পড়ুন: বড় স্বস্তি! প্রান্তিক সেন্ট্রাল ডুয়ার্সে এই প্রথম গড়ে উঠছে স্বাস্থ্যকেন্দ্র, খুশির হাওয়া এলাকায়

অবশেষে জয়গাঁবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। বৌবাজার দ্বিতীয় ভুটান গেট গামী এম জি রোড নির্মাণ কাজ শুরু হল। প্রায় চার কোটি ব্যায়ে দেড় কিলোমিটার সড়ক নির্মাণ হবে। কংক্রিট পেভার্স ব্লকের সড়ক তৈরি হবে বলে জানা যায়। এলাকার ব্যবসায়ীরা জানান এই সড়কের অবস্থা জরাজীর্ণ আন্তর্জাতিক এই সড়ক অবশেষে নির্মাণ কাজ শুরু হওয়ার কারণে তাঁরা খুশি। রাজ্য পূর্ত দফতরের পক্ষ থেকে কাজটি হচ্ছে। এই রাস্তাটির সমস্যার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে তুলে ধরেছিলেন জয়গাঁ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা।

advertisement

View More

আরও পড়ুন: পাহাড়-জঙ্গলে সব পশুকে এক ডাকে ফেরাত এই বাঁশি, এখন ইতিহাস! আদিম বাদ্যযন্ত্র রাই জনজাতির আত্মা

সেরা ভিডিও

আরও দেখুন
ফেলে দেওয়া আবর্জনাই ভবিষ্যতের সম্পদ! বর্জ্য থেকে তৈরি হচ্ছে ইট, অ্যালুমিনিয়াম সহ কত কী
আরও দেখুন

এরপর রাজ্যের তরফে এই রাস্তা নিয়ে খোঁজখবর শুরু হয়। তারপর মেলে রাস্তা তৈরির অনুমতি। জয়গাঁ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান, “এই রাস্তাটি নিয়ে প্রায় চার বছরের বেশি সময় ধরে সমস্যা চলছিল। মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার সফরে এলে বিষয়টি সরাসরি তাকে বলেছিলাম। এরপরেই কাজটি হচ্ছে। আমরা সকলে খুশি।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bengal-Bhutan: জয়গাঁ হয়ে ভুটান যাওয়া এখন আর‌ও সহজ, সময় লাগবে একেবারে অর্ধেক! আসল 'সিক্রেট' জানুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল