ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক স্কুলে কিশলয় উৎসববের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা। ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে ও লেখাপড়ায় মনোযোগ বাড়াতে চোখ রাঙানি বা বেতের ঘা নয়। বরং আরও যত্ন, আরও ভালবাসা, স্নেহ দিতেই স্কুলে আয়োজন ‘কিশলয় উৎসব’।
advertisement
সারা বছর প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্মদিন পালিত হবে মাসের শেষে। নিজেদের জন্মদিনে প্রিয় স্কুলকে শিক্ষিকাদের সহযোগিতায় সাজিয়ে তোলা এবং জন্মদিনে বিশেষ খাবার আয়োজনে থাকবে। আর জন্মদিনের উপহার হিসেবে থাকছে গাছ। স্কুলের মধ্যেই রাখা হবে প্রত্যেক ছাত্র-ছাত্রীর পুরস্কার পাওয়া গাছ। নিজের নামের গাছ প্রত্যেক ছাত্র-ছাত্রী নিজেই পরিচর্যা করবে। যে ছাত্র-ছাত্রী গাছকে ভালবেসে সঠিক পরিচর্যা করে গাছকে বাঁচিয়ে রাখবে, তার হাতেই বছর শেষে সেরা পরিবেশ রক্ষার পুরস্কার উঠবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শৈশব থেকেই পরিবেশের প্রতি দায়িত্ববান ও শিশুদের একজন প্রকৃত নাগরিক হিসাবে গড়ে তুলতে এটি ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন স্কুলের বিশেষ উদ্যোগ বলেই জানান স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষ। স্কুলে শিশুদের নিজের সন্তানসম আন্তরিকতায় লেখাপড়ার পাশাপাশি এমন উৎসবগুলির আয়োজন করে থাকেন স্কুলের শিক্ষিকাগণ।





