Bodybuilding Competition: তাবড় চেহারাদের দাপুটে আবির্ভাব কাটোয়ায়! রাজ্যস্তরের বডিবিল্ডিং প্রতিযোগিতার আয়োজন, পালোয়ান দর্শনে ঠেলাঠেলি
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
East Bardhaman Bodybuilding Competition: তাবড় বডিবিল্ডারদের উপস্থিতিতে কার্যত চমকে উঠল কাটোয়া। শুক্রবার শহরের সংহতি মঞ্চে প্রথমবারের মতো আয়োজিত হল রাজ্যস্তরের বডিবিল্ডিং ও মেনস ফিজিক্স প্রতিযোগিতা।
একঝাঁক তাবড় তাবড় বডিবিল্ডারের উপস্থিতিতে কার্যত চমকে উঠল কাটোয়া শহর। শুক্রবার কাটোয়া শহরের সংহতি মঞ্চে প্রথমবারের মতো আয়োজিত হল এক বিশাল রাজ্যস্তরের বডিবিল্ডিং ও মেনস ফিজিক্স প্রতিযোগিতা। এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে সকাল থেকেই শহরের ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও কৌতূহল। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement
advertisement
শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে প্রায় রাত দশটা পর্যন্ত টানা চলে এই প্রতিযোগিতা। উত্তীর্ণ প্রতিযোগীদের হাতে নগদ অর্থ, ট্রফি-সহ একাধিক পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া থানার আইসি জয়ন্ত পাল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাটোয়া শহরের বুকে এত বড় মাপের বডিবিল্ডিং প্রতিযোগিতা এই প্রথম হওয়ায় শহরবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)







