পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ৫টি ল্যাপটপ, ২৯টি মোবাইল ফোন, একাধিক ব্যাঙ্কের পাসবই, চেকবই, প্রচুর সিম কার্ড, ওয়েব ক্যামেরা, সিসিটিভি ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
গত ১৩ জানুয়ারি হুগলির চণ্ডীতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আইয়া বাঁধপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ৭ ভিনরাজ্যের দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। প্রায় দেড় মাস আগে ওই বাড়িটি ভাড়া নিয়ে ভুয়ো কলসেন্টার খুলে অনলাইন বেটিং কারকার শুরু করে ধৃতরা।
advertisement
গ্রেফতার হওয়া ৭ জন ধৃতের মধ্যে ৩ জন নেপালের বাসিন্দা, ২ জন ঝাড়খণ্ড এবং ২ জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
Location :
Hugli-Chinsurah (Hugli-Chuchura),Hugli,West Bengal
First Published :
Jan 15, 2026 9:35 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Fake Call Centre: অনলাইন গেমিং ও বিনিয়োগ থেকে সতর্ক! ভুয়ো কলসেন্টার খুলে হুগলিতে যা হল, গ্রেফতার ৭ ভিনরাজ্যের দুষ্কৃতী
