কাঁথিতে শুরু হয়েছে অভিনয় শেখার সুযোগ। তৈরি হয়েছে কাঁথি ফিল্মি অ্যাকাডেমি। এই অ্যাকাডেমি মাধ্যমে গ্রামের ছেলে-মেয়েরা প্রথমবার অভিনয়ের প্রশিক্ষণ পাচ্ছে। অভিনয়ের আগ্রহ দেখাচ্ছে কাঁথি শহরের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের গ্রামের ছেলে মেয়েরা। অনেকেই আগে কখনও মঞ্চে দাঁড়ানোর সুযোগ পায়নি। কারও আবার আগ্রহ ছিল, কিন্তু পথ জানা ছিল না। প্রশিক্ষণের মাধ্যমে তারা এখন ক্যামেরার সামনে আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে শিখছে। সংলাপ বলা, শরীরী ভাষা মত বিষয়গুলো তারা ধীরে ধীরে রপ্ত করছে।
advertisement
শুধু বড় নয় নয় খুদেদের জন্য এটি অনন্য সুযোগ। খুব ছোট বয়সের শিশুরাও এখানে অভিনয়ের প্রাথমিক ধারণা পাচ্ছে। গ্রামের খুদেরা খেলতে খেলতেই অভিনয়ের সঙ্গে পরিচিত হচ্ছে। বড়দের জন্য রয়েছে আলাদা প্রশিক্ষণ পদ্ধতি। শুধু অভিনয় নয়, সিনেমা তৈরির অন্যান্য দিক সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে। এতে গ্রামের ছেলে-মেয়েরা চলচ্চিত্র জগতকে আরও কাছ থেকে বুঝতে পারছে।
কাঁথি ফিল্মি অ্যাকাডেমির অন্যতম তন্ময় মাইতির কথায়, পূর্ব মেদিনীপুরের গ্রামগঞ্জে বহু প্রতিভাবান যুবক–যুবতী রয়েছেন, যাঁরা এতদিন সুযোগের অভাবে পিছিয়ে ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে তাঁদের প্রতিভা প্রকাশের একটি মঞ্চ তৈরি হচ্ছে। স্থানীয় সাংস্কৃতিক মহলের মতে, মফস্বল এলাকায় এমন প্রশিক্ষণের সুযোগ তৈরি হওয়ায় গ্রামের ছেলে-মেয়েরা এখন আর নিজেকে পিছিয়ে ভাবছে না। নিজের এলাকাতেই প্রতিভা বিকাশের সুযোগ পেয়ে তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।





