অন্যান্য বছরের মতো এবারও বইমেলার আয়োজন করছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। তবে এবছর বইমেলায় থাকছে একাধিক নতুন চমক, যা দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলবে। বইমেলা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এবছরের থিম কান্ট্রি আর্জেন্টিনা। সরাসরি ও যৌথভাবে প্রায় ২টি দেশ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে। ২২ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। পাশাপাশি উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
advertisement
এবছর বইমেলায় থাকছে মোট ন’টি তোরণ। তার মধ্যে দু’টি তোরণ গড়ে উঠবে আর্জেন্টিনার স্থাপত্য শৈলীর আদলে। প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায় ও প্রতুল মুখোপাধ্যায়ের নামে থাকছে দুটি তোরণ। এছাড়া সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫’তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর নামেও একটি তোরণ নির্মিত হচ্ছে। চলতি বছরে বইমেলায় বিশেষভাবে পালিত হবে ভূপেন হাজারিকা ও সলিল চৌধুরীর জন্মশতবর্ষ। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন উৎসর্গ করা হচ্ছে কবি রাহুল পুরকায়স্থর নামে। শিল্পী ময়ুখ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর নামেই থাকছে শিশু মণ্ডপ।
এবছর বইমেলায় হাজারের বেশি প্রকাশনা সংস্থা ও স্টল অংশগ্রহণ করছে বলে জানা গিয়েছে। অন্যান্য বছরের মতোই এবছরেও পালিত হবে চিরতরুণ দিবস ও শিশু দিবস। ৩০ জানুয়ারি উদযাপিত হবে সিনিয়র সিটিজেনদের জন্য ‘চিরতরুণ দিবস’ এবং ১ ফেব্রুয়ারি পালিত হবে শিশু দিবস। এবছরের বইমেলার সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে মেট্রোর বিশেষ বুথ। বইমেলা প্রাঙ্গণেই থাকবে কলকাতা মেট্রোর একটি আলাদা কাউন্টার। যেখানে ইউপিআইয়ের মাধ্যমে সরাসরি মেট্রোর টিকিট কাটা যাবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, এবছর বইমেলা চলাকালীন হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে সরাসরি মেট্রোয় বইমেলা প্রাঙ্গণে পৌঁছনোর সুবিধা মিলবে। পাশাপাশি বইমেলার এক নম্বর গেটের কাছে থাকছে অ্যাপ ক্যাবের বিশেষ স্ট্যান্ড। যাত্রী সাথীর সঙ্গে চুক্তির মাধ্যমে তিনটি অ্যাপ ক্যাব বুথ বসানো হচ্ছে। ডিজিটাল ব্যবস্থাপনাতেও বিশেষ জোর দেওয়া হয়েছে এবছর। আন্তর্জাতিক কলকাতা বইমেলার অ্যাপের মাধ্যমে গুগল লোকেশন ব্যবহার করে যে কোনও স্টল খুঁজে পাওয়া যাবে। কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ডিজিটাল ম্যাপ ও অংশগ্রহণকারী প্রকাশকদের সম্পূর্ণ তালিকা।
এর পাশাপাশি ছাপা ম্যাপের ব্যবস্থাও রাখা হচ্ছে। এছাড়াও ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। সব মিলিয়ে, নতুন সুবিধা ও আন্তর্জাতিক রঙে সাজানো ৪৯’তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে বইপ্রেমীদের মধ্যে, অপেক্ষা মেলা শুরুর।






