১১ জানুয়ারি পুণ্যস্নান করার জন্য সাগর দ্বীপে এসেছিলেন তিনি। তিনি রাশিয়ার প্রিমোরস্কি ক্রাই-এর সুদূর পূর্বাঞ্চলীয় ফেডারেল জেলার একটি ছোট শহর উসুরিয়স্ক থেকে এসেছিলেন। কিন্তু তাল কাটে মেলায়। মেলায় তাঁর ফোন-সহ ব্যাগ চুরি হয়ে যায়। ফলে কোথাও যোগাযোগ করতে পারছিলেন তিনি। এদিকে ভাষাজনিত সমস্যায় তাঁকে কেউ সহযোগিতা করতে পারছিল না।
আরও পড়ুন: অপহরণ, একাধিকবার গ*ণ*ধ*র্ষণ, শারীরিক অত্যাচার, গভীর আঘাত! ২ বছর লড়াইয়ের পর মৃত মণিপুরের নির্যাতিতা
advertisement
ব্যাগে তাঁর পাসপোর্ট, ব্যাঙ্ক কার্ড, ১৫০০ ডলার, ৭০০০ টাকা এবং ১০০০ রুবল ছিল। সেই সঙ্গে তিনি তার মোবাইল ফোনটি হারান এবং এর ফলে সাহায্যের জন্য যোগাযোগের মাধ্যমও হারান৷ পুলিশ অনুমান করেছে যে তার ব্যাগটি ছিনতাই করা হয়েছিল, কারণ ভাষার সমস্যা ছিল। এই ক্ষতির পর মহিলাটি ভেঙে পড়েন এদিকে তিনি কোথাও যেতে পারছিলেন না।
এরপর তাঁকে গঙ্গাসাগর উপকূলীয় থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভাষা বোঝার জন্য খবর দেওয়া হয় হ্যাম অপারেটরদের। সেখানে উপস্থিত হ্যাম অপারেটররা তার ভাষা বুঝতে পারেন এবং রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।
দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও স্বেচ্ছাসেবকদের নির্দেশ দেন নিকোলায়েভনাকে মেলা প্রাঙ্গণে ইসকন ভিআইপি তাঁবুতে স্থানান্তরিত করার জন্য।
পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস এ নিয়ে জানিয়েছেন বলেন, “কলকাতার রুশ কনস্যুলেট আমাদের অনুরোধ করেছে যে তার দায়ের করা পুলিশি অভিযোগের একটি অনুলিপি-সহ তাকে তাদের কার্যালয়ে নিয়ে যেতে এবং তাঁকে সবরকম সহযোগিতা করতে।”
