২০১০ সালের আগেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত এই তিন যুবক। ছোটবেলা থেকেই গিটার ও আধুনিক সংগীতচর্চা তাঁদের জীবনের অংশ। পরবর্তী সময়ে তাঁরা ছোট ছেলেমেয়েদের গিটার শেখানো শুরু করেন এবং নিজেদের একটি ব্যান্ডও গড়ে তোলেন। সবকিছুই সুন্দরভাবে এগোচ্ছিল। কিন্তু গিটার শেখাতে গিয়ে একাধিক সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের। বিশেষ করে ভাল মানের গিটার কিনতে গিয়ে ছাত্রছাত্রীদের আর্থিক অসুবিধা, আর সস্তা গিটারের ক্ষেত্রে টিউনিং ও কোয়ালিটির সমস্যা— এই দু’টি বিষয় বারবার সামনে আসে। বর্তমানে চঞ্চল রায় এবং শুভম বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে সংগীতচর্চার সঙ্গেই যুক্ত, যদিও সৌম্যকান্তি কর্মসূত্রে রাজ্যের বাইরে রয়েছেন।
advertisement
বাঁকুড়া শহরে দীর্ঘদিন গিটার ক্লাস করাতে গিয়ে যে সমস্যাগুলি তাঁরা নিজেরা অনুভব করেছেন, সেগুলির সমাধান খুঁজতেই শুরু হয় নিজেদের গিটার তৈরির উদ্যোগ। বাঁকুড়ার জঙ্গলমহল এলাকাতেই চলছে এই গিটার ম্যানুফ্যাকচার। অর্ডার অনুযায়ী তৈরি হচ্ছে গিটার, ব্যবহার করা হচ্ছে উন্নত মানের মেহগনি ও রোজউড কাঠ। টিউনিং কি গুলিও রাখা হয়েছে ভাল মানের। তিন যুবকের দাবি, গুণগত মান বজায় রেখেই তিন হাজার টাকা থেকে শুরু করে কাস্টমাইজড দামে গিটার তৈরি করা হচ্ছে।
বাঁকুড়া ছাড়াও পুরুলিয়া থেকে অর্ডার আসছে। ভবিষ্যৎ পরিকল্পনা আরও বড়—আর্থিকভাবে পিছিয়ে থাকা অথচ প্রতিভাবান শিশুদের নিখরচায় বা স্বল্প খরচে গিটার শিক্ষা দেওয়া। গিটার তৈরির হাত ধরেই বাঁকুড়ায় এক নতুন মিউজিক বিপ্লব ছড়িয়ে দিতে চান এই তিন যুবক।