দীনবন্ধু নায়েকের এই শখের শুরু আজ থেকে প্রায় তিন দশক আগে। একসময় তিনি সত্য ঘটনা অবলম্বনে পাঁচালী বই লিখতেন। সেই বই বাজারে বেশ জনপ্রিয়ও হয়েছিল। পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল তাঁর লেখা। একদিন তাঁর বইয়ের প্রচ্ছদকার তাঁকে একটি পরামর্শ দেন। হাওড়া স্টেশন থেকে বিভিন্ন পত্রিকা কিনে ছবি সংগ্রহ শুরু করতে বলেন। সেই কথাতেই বদলে যায় তাঁর জীবনের পথ। প্রথমে শখের বশে শুরু। তারপর ধীরে ধীরে তা নেশায় পরিণত হয়। প্রতিদিন নিয়ম করে খবরের কাগজ পড়া। গুরুত্বপূর্ণ ছবি কেটে রাখা। তারিখ ও ঘটনার বিবরণ লিখে সংরক্ষণ করা। এভাবেই চলতে থাকে তাঁর সংগ্রহের যাত্রা।
advertisement
আজ তাঁর সংগ্রহে রয়েছে প্রায় আড়াই হাজারেরও বেশি ছবি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী। বড় রাজনৈতিক ঘটনা। প্রাকৃতিক বিপর্যয়, বিস্ফোরণ, দুর্ঘটনা আবার সমাজের অজানা অনেক তথ্যও ধরা আছে সেই ছবিতে। শুধু বড় ঘটনা নয়। সাধারণ মানুষের জীবনের ছবিও রয়েছে সেখানে। এই সংগ্রহ শুধু ঘরে আটকে রাখেন না তিনি। এলাকার বিভিন্ন মেলা, স্কুল, সামাজিক অনুষ্ঠান নানা জায়গা থেকে তাঁর ডাক আসে। তিনি নিজে পৌঁছে যান ছবি নিয়ে। সাজিয়ে তোলেন প্রদর্শনী। মানুষ ভিড় করে দেখতে আসে। আগ্রহ নিয়ে শোনে গল্প।
প্রদর্শনীতে শুধু ছবি দেখান না দীনবন্ধু বাবু। প্রতিটি ছবির পেছনের ঘটনা নিজে দাঁড়িয়ে বুঝিয়ে বলেন। কোন বছর, কী ঘটেছিল। কেন তা গুরুত্বপূর্ণ। সব কিছুই মনে রেখেছেন তিনি। তাঁর কথায়, এই কাজ থেকে খুব বেশি রোজগার হয় না। তবে তাতে তাঁর কোনও আক্ষেপ নেই। কারণ এই কাজ তিনি করেন ভালবেসে। শখের টানে। তাঁর কাছে এই ছবি শুধু কাগজ নয়। এগুলো স্মৃতি। ইতিহাস। গত ৩০ বছরের সমাজের প্রতিচ্ছবি। তাঁর এই নীরব সাধনায় সংরক্ষিত হয়ে থাকছে সময়ের অমূল্য দলিল।





