TRENDING:

Bomb Recovered: ঝোপের মধ্যে প্লাস্টিক ব্যাগে ওটা কী! কাছে যেতেই উদ্ধার ৩টি তাজা বোমা, ভাতারে তীব্র চাঞ্চল্য

Last Updated:

East Bardhaman Bomb Recovered: পূর্ব বর্ধমানের ভাতারে ক্যানেল সংলগ্ন ঝোঁপ থেকে তিনটি তাজা বোমা উদ্ধার। নির্জন এলাকায় ঝোপের মধ্যে প্লাস্টিক ব্যাগে বোমাগুলি দেখতে পান স্থানীয়রা। কে বা কারা, কী উদ্দেশ্য মজুত করেছিল বোমাগুলি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাতার, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: ক্যানেল সংলগ্ন ঝোঁপ থেকে উদ্ধার তিনটি তাজা বোমা, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ভাতারে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের নিত্যানন্দপুর পঞ্চায়েতের বড়পোষলা ক্যানেল সংলগ্ন এলাকায় ঝোপের মধ্যে বোমাগুলি দেখতে পান স্থানীয়রা। তারাই খবর দেন ভাতার থানার পুলিশকে।
বোমা উদ্ধারের পর জায়গাটি ঘিরে দিয়েছে পুলিশ
বোমা উদ্ধারের পর জায়গাটি ঘিরে দিয়েছে পুলিশ
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়পোষলা ক্যানেল সংলগ্ন একটি ঝোঁপের মধ্যে একটি প্লাস্টিক ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে যেতেই দেখতে পান প্লাস্টিক ব্যাগে তিনটি তাজা বোমা পড়ে আছে। তারাই পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ভাতার থানার পুলিশ জায়গাটিকে ঘিরে ফেলে। পাশাপাশি বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াডকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

advertisement

আরও পড়ুনঃ ক্যানসার গবেষণায় নয়া দিগন্ত! নিউক্লিয়ার মেডিসিন ও মেডিক্যাল ফিজিক্সে মাস্টার্স চালু হচ্ছে আইআইটি খড়গপুরে, কারা সুযোগ পাবে?

View More

প্লাস্টিক ব্যাগে বোমা

ক্যানেল সংলগ্ন ঝোপের থেকে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। বোমাগুলি সঠিক সময় নজরে না এলে কেউ ভুলবশত সেটি হাত দিলে যেকোন দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে কীভাবে ওই জায়গায় বোমা এল তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের অনুমান, কেউ হয়তো বোমাগুলি কোনও অসৎ উদ্দেশ্যে রেখে গিয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মুখ ফুটে বলতে না পারলেও তিনি বুঝে নেন, বিনা পয়সাতেও করেন চিকিৎসা, গরিবের ডাক্তার তিনি...
আরও দেখুন

বর্তমানে জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ এবং খবর দেওয়া হয়েছে সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াডকে। পাশাপাশি কে বা কারা, কী উদ্দেশ্য এই বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখছে ভাতার থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bomb Recovered: ঝোপের মধ্যে প্লাস্টিক ব্যাগে ওটা কী! কাছে যেতেই উদ্ধার ৩টি তাজা বোমা, ভাতারে তীব্র চাঞ্চল্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল