স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়পোষলা ক্যানেল সংলগ্ন একটি ঝোঁপের মধ্যে একটি প্লাস্টিক ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে যেতেই দেখতে পান প্লাস্টিক ব্যাগে তিনটি তাজা বোমা পড়ে আছে। তারাই পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ভাতার থানার পুলিশ জায়গাটিকে ঘিরে ফেলে। পাশাপাশি বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াডকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
প্লাস্টিক ব্যাগে বোমা
ক্যানেল সংলগ্ন ঝোপের থেকে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। বোমাগুলি সঠিক সময় নজরে না এলে কেউ ভুলবশত সেটি হাত দিলে যেকোন দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে কীভাবে ওই জায়গায় বোমা এল তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের অনুমান, কেউ হয়তো বোমাগুলি কোনও অসৎ উদ্দেশ্যে রেখে গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ এবং খবর দেওয়া হয়েছে সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াডকে। পাশাপাশি কে বা কারা, কী উদ্দেশ্য এই বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখছে ভাতার থানার পুলিশ।






