৭৭ বছর বয়সের রবিলাল টুডু কালনার বাদলার নোয়াড়ার বাসিন্দা। ছাত্রজীবন থেকেই নাট্যচর্চা শুরু করেছিলেন। পরবর্তী সময়ে শুরু হয় সাহিত্য রচনা। তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে হস্তচালিত মসলিনে ব্যতিক্রমী কৃতিত্বের জন্য ‘পদ্মশ্রী’ পাচ্ছেন কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা ৬৭ বছরের জ্যোতিষ দেবনাথ।
advertisement
তাঁর বাবা কৃষ্ণমোহন দেবনাথ ছিলেন জামদানির শিল্পী। বাংলাদেশের নোয়াখালি থেকে ১৯৪৭-এ বাবা চলে এসেছিলেন কালনার গোদা অন্নদায়। ৬-৭ বছর বয়স থেকেই জামদানির হাতেখড়ি জ্যোতিষ দেবনাথের। কিশোর বয়সেই জামদানির উপরে ভাল দখল এসে যায় তাঁর। তিনিও পাবেন রাষ্ট্রপতির এই পুরস্কার।
আরও পড়ুন: বাঘাযতীনের নাতি থেকে সূর্যসেনের নাতনি, প্রজাতন্ত্র দিবসে দিলেন বড় বার্তা! মনে করালেন ‘আসল কর্তব্য’
এই ঘোষণার পর এদিন সোমবার দুজনের বাড়িতে হাজির হন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। দুজনকেই শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই খুশির আবহ কালনা সহ গোটা জেলা জুড়ে। জেলা থেকে একসঙ্গে দুজনের এই স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত মানুষ।
