Republic Day 2026: বাঘাযতীনের নাতি থেকে সূর্যসেনের নাতনি, প্রজাতন্ত্র দিবসে দিলেন বড় বার্তা! মনে করালেন 'আসল কর্তব্য'
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Republic Day 2026: সমাজ গঠন ও দেশভক্তির বার্তায় স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যরা! তাঁদের কণ্ঠে দেশপ্রেম ও সমাজ গঠনের আহ্বান।
হাওড়া, রাকেশ মাইতি: স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যরা সমাজ গঠন ও দেশভক্তির বিভিন্ন দিক তুলে ধরে জানালেন তাঁদের মতামত। তাঁরা জানান, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আজকের দিনে সবচেয়ে বড় দায়িত্ব। স্বাধীনতা শুধু অর্জনের বিষয় নয়, তাকে রক্ষা করাও আমাদের কর্তব্য। সমাজ গঠনের মধ্য দিয়েই প্রকৃত দেশপ্রেম প্রকাশ পায়। তাঁদের কথায়, বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধ করতে হলে স্বাধীনতা সংগ্রামীদের আদর্শকে জীবনের অঙ্গ করে তুলতে হবে।
শিক্ষা, শৃঙ্খলা ও মানবিকতার চর্চার মাধ্যমেই একটি সুস্থ সমাজ গড়ে ওঠে। আজকের যুবসমাজ যদি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা জানতে পারে, তাহলে তারা দেশের জন্য কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত হবে বলে জানান তাঁরা। তাঁদের বক্তব্যে উঠে আসে, দেশপ্রেম কেবল অনুষ্ঠান বা দিবস পালনেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। দৈনন্দিন জীবনযাপনে দায়িত্বশীল আচরণ, সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতাই দেশভক্তির প্রকৃত রূপ। দেশকে ভালবাসা মানে শুধু স্লোগান নয়, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাই আসল দেশভক্তি।
advertisement
আরও পড়ুন: অবসরের পর গ্রামে গ্রামে ঘুরে কুড়োচ্ছেন পাথর, গণিতের শিক্ষক এখন ইতিহাসের গোয়েন্দা! গাছতলায় চলছে ‘গুপ্তধনের’ খোঁজ
স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের মতে, ইতিহাসচর্চা ও সমাজ সচেতনতা বাড়লে আগামী দিনে দেশ আরও শক্তিশালী হবে। এ প্রসঙ্গে বাঘাযতীন মুখোপাধ্যায়ের নাতি ইন্দ্রজ্যোতি মুখোপাধ্যায় জানান, পৃথিবীর জুড়ে পরিবেশ দূষণ মাত্রা অতিরিক্ত। সেই দিক থেকে পরিবেশ রক্ষা পরিবেশ সচেতনতার প্রয়োজন রয়েছে। তবে তার থেকেও বেশি মানসিক চেতনা বিকাশের অভাব রয়েছে। শহিদ মাস্টারদা সূর্যসেনের নাতনি মিতা মিত্র জানান, বর্তমানে যারা সমাজ শাসন করছেন, দেশ শাসন করছে, এবং রাজ্য শাসন করছেন, সেই সমস্ত স্তরের নেতা তথা সমাজ সেবকদের উচিত, মানুষের মধ্যে আন্তরিকভাবে মিশে যাওয়া।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁর মতে, সেইসঙ্গে সরলতা এবং আন্তরিকতা প্রয়োজন। সেই ক্ষমতা ছিল মাস্টারদা সূর্যসেন, বাঘাযতীন মুখোপাধ্যায়দের মত মানুষদের। স্বাধীনতা সংগ্রামী পরিবার সদস্য ফাল্গুনী ঘোষাল ও প্রবীর গিরি জানান, যাদের জন্য দেশের স্বাধীনতা, তাঁদের বর্তমান প্রজন্ম ভুলে যাচ্ছে। দেশ ও দশের উন্নতির জন্য নতুন প্রজন্মকে জানতে হবে সেই সব মানুষের কাহিনী। তাই পাঠ্য বইয়ে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমীদের জীবনী বাধ্যতামূলক করার দাবি জানান তাঁরা।
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Jan 26, 2026 5:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Republic Day 2026: বাঘাযতীনের নাতি থেকে সূর্যসেনের নাতনি, প্রজাতন্ত্র দিবসে দিলেন বড় বার্তা! মনে করালেন 'আসল কর্তব্য'








