আবহমানকালের বিশ্বাসে বঙ্গোপসাগর ও গঙ্গার মিলনক্ষেত্রে মকর সংক্রান্তির পবিত্র স্নানে পুণ্যার্জনের আশায় ডুব দিচ্ছে সাধু থেকে গৃহী। অন্ধকার রাতেও সাগরতট যেন জেগে ওঠে এক অপার্থিব আলোয়। ‘গঙ্গা মাইকি জয়’ ধ্বনিতে উৎসব মুখর হয়ে ওঠে গোটা মেলা চত্বর।

আরও পড়ুনঃ ৬০ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে গঙ্গাসাগরে বিরাট সাফল্য প্রশাসনের! মেলা প্রাঙ্গণ থেকে ১১২ জন গ্রেফতার

advertisement

কেউ প্রদীপ জ্বালিয়ে গঙ্গার আরতি করছেন, কেউ ধুপ-ধুনোর ধোঁয়ায় প্রার্থনায় মগ্ন। হাজার হাজার প্রদীপের আলোয় সাগরের ঢেউ যেন ঝলমল করে উঠছে। অনেক পুণ্যার্থী গরুর লেজ ধরে বৈতরণি পার হওয়ার প্রথা পালন করছেন। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কষ্ট সহ্য করে এখানে এসেছেন ভক্তরা।

View More

আরও পড়ুনঃ ঝোপের আড়ালে খসখস শব্দ! কাছে যেতেই আত্মারাম খাঁচা, লোকালয় থেকে ১৫ ফুটের অজগর উদ্ধার, বানারহাটে চাঞ্চল্য

advertisement

সাগরস্নানের পর সেই পবিত্র মুহূর্ত মোবাইলে বন্দি করছেন অনেকে, কেউ আবার লাইভ ভিডিওতে প্রিয়জনদের সাগরের দৃশ্য দেখাচ্ছেন। তবে বিপুল ভিড়ের মাঝে হারিয়েও যাচ্ছেন অনেকে। পরিজনকে না পেয়ে হাউমাউ করে কাঁদছেন কেউ কেউ। রাত থেকেই মেলার ঘোষণাকেন্দ্র থেকে নিখোঁজের লাগাতার ঘোষণা চলছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

স্নান শেষে কপিলমুনি আশ্রমের সামনে পুণ্যার্থীদের দীর্ঘ লাইন। ভিড় সামাল দিতে বসানো হয়েছে একাধিক ড্রপ গেট। বুধবার বেলা ১টা ১৯ মিনিট থেকে পুণ্যযোগ শুরু। সারাদিন ধরে আরও পুণ্যার্থীর আগমন হবে। সেই অনুযায়ী জেলা প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে সবরকম‌।