বাবা-মায়ের একমাত্র সন্তান। বাড়ি উত্তর ২৪ পরগনার বরানগর এলাকায়। দুর্ভাগ্যজনকভাবে, ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা একটি বাস শিশুটিকে পিষে দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। বাবা মায়ের চোখের সামনে সন্তানের মর্মান্তিক মৃত্যু। ভেঙে পড়েছে সকলে। ঘটনার তদন্তে কল্যাণী থানার পুলিশ।
advertisement
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে ই-রিক্সা অর্থাৎ টোটোর দৌরাত্ম্য। সাধারণ তেলচালিত অটো রিক্সার থেকে এই রিকশাগুলি তুলনামূলক কম ভারী হয়। যেই কারণে অনেক সময় দেখা যায় টোটোর যাত্রী ধারণ ক্ষমতার থেকে বেশি যাত্রী বহন করলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় যাত্রীদের। ঠিক তেমনই এক ঘটনা এদিন দেখা গেল নদিয়ার কল্যাণী শহরে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা বলছেন, টোটো গাড়িকে আরও নিয়ন্ত্রণ করা উচিত সরকারের। বেশিরভাগ ক্ষেত্রেই এই টোটো গাড়িগুলি ট্রাফিক নিয়ম-কানুন মানে না যার কারণেই ছোট বড় দুর্ঘটনার কবলে পড়তে হয় টোটোর যাত্রীদের। প্রশাসনের কাছে তাদের অনুরোধ দ্রুত টোটোর জন্য কড়া আইন এনে তাদের নিয়ন্ত্রণ করা দরকার। তবেই কমবে দুর্ঘটনার প্রবণতা।






