জয়দেব মেলা উপলক্ষে হাজার হাজার বাউল ও ফকির সমবেত হয়েছেন জয়দেব-কেন্দুলিতে। তাঁরা মেলা প্রাঙ্গণে স্থায়ী ও অস্থায়ী আখড়ায় স্থান নিয়েছেন। যেখানে কীর্তন ও বাউল-ফকিরি গানের আসরে মুখরিত হয়ে উঠেছে সমগ্র এলাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেলা এলাকায় পরিদর্শন এর জন্য প্রায় ৩ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। মন্দির ও মেলা প্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও সর্বক্ষণে নজরদারি চালানো হচ্ছে।
advertisement
ইভটিজিং ও বিশেষ করে ছিনতাই রুখতে সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ এবং অ্যান্টি-ক্রাইম টিম টহল দিচ্ছে অনবরত। এর পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষভাবে থাকছে উইনার্স টিম। মেলায় আগত পর্যটকদের সহায়তার জন্য পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। স্নানের ঘাটগুলিতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে একাধিক বিশেষ দল। মেলা পরিচালনায় পরিকাঠামোগত ব্যবস্থাও জোরদার করা হয়েছে। গত বছর প্রায় আট লক্ষ পর্যটকদের সমাগম ঘটেছিল। এই বছরও ঠিক সেই পরিমান পর্যটক আসবেন বলে মনে করা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের তরফ থেকে একাধিক পার্কিং জোন এবং ড্রপগেট স্থাপন করা হয়েছে। অগ্নি নিরাপত্তার জন্য রাখা হয়েছে ফায়ার ফাইটিং টিম। প্রবীণ ও শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত পুণ্যার্থীদের জন্য টোটো পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে। প্লাস্টিকের ব্যবহার কমাতে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে মেলায় এক লক্ষ কাপড়ের ব্যাগ বিতরণ করেছে জেলা প্রশাসন। সব মিলিয়ে জমজমাট জয়দেব মেলা।





