স্থানীয়দের মতে, জয়দেব মেলা শেষ হলেও বীরভূমের সাধক সমাজের উৎসব শেষ হয় না। পাহাড়েশ্বর বা বিখ্যাত মামা-ভাগ্নে পাহাড়ের পাদদেশে অবস্থিত দরবেশ বাবার আখড়ায় গত ৫০০ বছর ধরে চলে আসছে এই বিশেষ আসর। প্রতি বছর মাঘ মাসের ৩, ৪ ও ৫ তারিখ এই তিন দিন দরবেশ বাবার তিরোধান দিবস উপলক্ষে এখানে বাউল ও সুফি সাধনার এক মিলনক্ষেত্র তৈরি হয়।
advertisement
এই মহোৎসবে শুধু বীরভূম বা সংলগ্ন জেলা নয়, ঝাড়খণ্ড, অসম, বোকারো এমনকি সুদূর জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও মুর্শিদাবাদ থেকেও বাউল শিল্পীরা ছুটে আসেন। বাউল শিল্পী নারায়ণ দাস বৈষ্ণবের কথায়, “দরবেশ বাবার টানেই আমরা এখানে আসি। জয়দেব মেলা সেরে এখানে না এলে আমাদের সাধনা পূর্ণতা পায় না। কেউ কুড়ি বছর, কেউ বা তিরিশ বছর ধরে নিয়মিত আসছেন শুধুমাত্র এই আধ্যাত্মিক আনন্দের খোঁজে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আখড়ার সেবাইত গৌড়চন্দ্র দাস বৈষ্ণব জানান, মাঘের ৩ তারিখ থেকে আগমনী উৎসব শুরু হয়। চলে বড় মহোৎসব এবং শেষ দিনে হয় ‘ধুলোট’। এই কয়েক দিন বাউল গান, ফকিরি গান এবং লোকগীতির সুরে মুখরিত থাকে দরবেশ পাড়া। তিনি আরও বলেন “আমরা এক মাস ধরে ভিক্ষা করে এই উৎসবের আয়োজন করি। সাধু সন্ত ও ভক্তদের সেবার জন্য এই পরিশ্রমটুকুই আমাদের প্রাপ্তি। ৫ মাঘের পর সব সাধুরা আবার নিজেদের ডেরায় ফিরে যান।”





