দুবরাজপুর ব্লকের প্রায় ৪,৭০০ জনেরও বেশি প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। শ্রবণ যন্ত্র, হুইলচেয়ার, ওয়াকার, স্পাইনাল সাপোর্ট, এবং শৌচকর্মের বিশেষ সরঞ্জাম-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ-সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা।
advertisement
বিধায়ক অনুপ কুমার সাহা বলেন “বার্ধক্যে মানুষ যখন কানে শুনতে পান না বা হাঁটাচলার সমস্যায় ভোগেন, তখন তাঁদের সেই কষ্টের কথা ভেবেই প্রধানমন্ত্রী এই ‘বয়শ্রী’ প্রকল্প এনেছেন। আমরা দুবরাজপুর, খয়রাশোল এবং বাবুইজোড় সব জায়গার মানুষের কাছে পৌঁছাচ্ছি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিধায়ক আরও আশ্বস্ত করেন, যে সব প্রবীণ নাগরিক শারীরিক অসুস্থতার কারণে ক্যাম্পে আসতে পারেননি, তাঁদের বাড়িতে গিয়ে স্বেচ্ছাসেবকরা সরঞ্জাম পৌঁছে দিয়ে আসবেন। এর আগে ২০২৪ সালেও ৫০০ জন বিশেষভাবে সক্ষম মানুষকে একইভাবে সহায়তা করা হয়েছিল।





