TRENDING:

Netaji Jayanti 2026: ​স্মৃতির ২০৯ বছর! স্কুলের জরাজীর্ণ দালানে আজও অমলিন নেতাজির পদচিহ্ন, ধ্বনিত হয় 'সেদিনের' ভাষণ

Last Updated:

Netaji Jayanti 2026: বর্ধমানে রাজ কলেজিয়েট স্কুল, প্রায় ২০৯ বছরের পুরনো। ১৮১৭ সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ বাহাদুর এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এই স্কুলের মাঠেই একটি সভায় ভাষণ দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, সায়নী সরকার: বর্ধমানে রাজ কলেজিয়েট স্কুল, প্রায় ২০৯ বছরের পুরনো। ১৮১৭ সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ বাহাদুর এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এখানেই পড়াশোনা করেছেন বিপ্লবী রাসবিহারী ঘোষ, বটুকেশ্বর দত্ত, অভিনেতা কমল মিত্র-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। ডিরোজিওর শিষ্য রামতনু লাহিড় ছিলেন এই স্কুলেরই প্রধান শিক্ষক। এমনকি স্কুলের মাঠে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুও।
advertisement

মোটা থামের লম্বা দালান, চুন-সুরকি দেওয়াল, কড়ি-বর্গার ছাদ, বয়সের ভারে প্রায় জরাজীর্ণ অবস্থা কিন্তু আজও এই স্কুল যেন বহন করে চলেছে নানা ইতিহাস। স্কুলের প্রতিটি কোণায় কোণায় মিশে আছে ২০৯ বছরের বহু স্মৃতি। ১৮১৭ সালে পথ চলা শুরু হয় এই স্কুলের। প্রথমে রাজবাড়িতে, পরে রানির বাড়িতে স্কুল হয়। সেখান থেকে নতুনগঞ্জে স্কুলটি উঠে আসে ১৮৮২-৮৩ সালে। প্রথমদিকে স্কুলটির নাম ছিল অ্যাংলো ভার্নাকুলার স্কুল।

advertisement

আরও পড়ুনঃ মৃত্যুতেও শিক্ষা হয়নি! ফিরে এল মধ্যমগ্রামে রঙের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের স্মৃতি, অগ্নিনির্বাপক ব্যবস্থায় চূড়ান্ত গলদ

নতুনগঞ্জের ভবনটি তৈরি হয় ১৮৮১ সালে, কাজ শেষ হয় পরের বছর। ওই ভবনে স্কুল উঠে আসার পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে কলেজের একটি শাখা চালু হয়। তখন থেকেই নাম হয় রাজ কলেজিয়েট স্কুল। ১৯২৪ থেকে ১৯২৮ সালের মধ্যবর্তী সময়ে, যখন ভারতের স্বাধীনতা আন্দোলন এক নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই বর্ধমানের মাটি ধন্য হয়েছিল দেশনায়ক সুভাষচন্দ্র বসুর পদধূলিতে। কংগ্রেস সেবা দলের প্রচারে বর্ধমানে এসেছিলেন তিনি। সেই সময় বর্ধমানের রাজ কলেজিয়েট স্কুলের মাঠেই একটি সভায় ভাষণ দিয়েছিলেন নেতাজি।

advertisement

View More

আরও পড়ুনঃ পুরুলিয়ার মঞ্চ কাঁপানো প্রখ্যাত ছৌ শিল্পী আজ অর্থ সঙ্কটে ধুঁকছেন! তবু অটুট স্বপ্ন, ছন্দে ফিরতে সরকারের কাছে সাহায্যের আবেদন

তারপর থেকেই প্রতিবছর নেতাজির আগমনকে স্মরণীয় করে রাখতে ওই মাঠে আয়োজন করা হয় পড়ুয়াদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক সুব্রত মিশ্র জানান, এই স্কুলের মাঠে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কংগ্রেস সেবা দলের সভায় বক্তব্য রেখেছিলেন তিনি। শুধু নেতাজি নয় বহু বিপ্লবী বটুকেশ্বর দত্ত, রাসবিহারী ঘোষ, চিত্রাভিনেতা কমল মিত্র-সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা এই স্কুলে পড়াশোনা করেছেন। এমনকি এই স্কুলে প্রায়ই আসতেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ও। ২০০৭ সালে হেরিটেজ ঘোষণা করা হয় বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলকে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
স্মৃতির ২০৯ বছর! স্কুলের জরাজীর্ণ দালানে আজও যেন ধ্বনিত হয় নেতাজির 'সেদিনের' ভাষণ
আরও দেখুন

কালের নিয়মে আজ রাজ কলেজিয়েট স্কুলের দেওয়ালে নোনা ধরেছে, কড়ি-বর্গার ছাদে জমেছে বার্ধক্যের ধুলো। কিন্তু আজও এই স্কুল যেন বহন করে চলেছে নেতাজির স্মৃতি। স্কুলের প্রতিটি কোনায় কোনায় যেন আজও স্পন্দিত হয় দেশপ্রেম আর মেধার গৌরবজ্জ্বল কাহিনি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Netaji Jayanti 2026: ​স্মৃতির ২০৯ বছর! স্কুলের জরাজীর্ণ দালানে আজও অমলিন নেতাজির পদচিহ্ন, ধ্বনিত হয় 'সেদিনের' ভাষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল