এই বাদ্যযন্ত্র তাঁদের ভাষার গানে তাল বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। খলটপ বাঁশের তৈরি, দেখতে লম্বাটে হয়। আওয়াজ বের করার জন্য বাঁশের মাঝে ফাঁকা রাখা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বাদ্যযন্ত্র ব্যবহৃত হচ্ছে বলে জানান বাদ্যকার রাজু কার্জি।
advertisement
চিলাপাতা, কালচিনির বিভিন্ন এলাকায় মেচ জনজাতির মানুষের বসবাস। তাঁরা যখন উৎসবে নাচ-গানে মেতে ওঠেন, তখন এই বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। মেচদের গানের সুরে এই বাদ্যযন্ত্র ছাড়া অন্য কোনও বাদ্যযন্ত্রের তেমনভাবে ব্যবহার হয় না। রাজু কার্জি জানান, “খলটপ আমাদের সংস্কৃতির একটি অঙ্গ। মেচ জনজাতির মানুষদের সম্পর্কে জানতে হলে খলটপ বুঝতে হবে। এটি বাজানো সহজ।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজুবাবু আরও জানান, ছোট ছোট ছেলেমেয়েদের তিনি খলটপ বাজানো শেখাচ্ছেন। মেচ সম্প্রদায়ের খুদেদের নিয়ে একটি দলও তৈরি করেছেন তিনি। সপ্তাহান্তে তাঁদের খলটপ বাজানো শেখান, তাল সম্পর্কে বোঝান। রাজুবাবুর কথায়, নতুন প্রজন্ম তাঁদের কৃষ্টি, সংস্কৃতি জানলে পর্যটক এবং বিশেষজ্ঞদের বোঝাতে পারবেন। পাশাপাশি মেচ জনজাতির নিজস্বতা বজায় থাকবে। এই বাদ্যযন্ত্রটি যাতে হারিয়ে না যায়, সেই জন্য এই উদ্যোগ বলে জানা যায়।





