Malda News: অবহেলার আড়ালে লুকিয়ে থাকা প্রতিভা! বিদেশি স্টাইলে বেহালা বাজিয়ে মন জয় করছেন ষাটোর্ধ্ব শিল্পী, মধুর সুরে মুগ্ধ সকলে
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Malda News: ষাটোর্ধ্ব এই সংগীতশিল্পীর প্রতিভা আজ নজর কাড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সংগীত অনুরাগীদের।
মালদহ, জিএম মোমিনঃ কোনও খ্যাতনামা সংগীতশিল্পী নন, নেই বড় কোনও মঞ্চের পরিচিতিও। তবুও তাঁর বেহালার সুরে যেন এক অদ্ভুত জাদু রয়েছে। শহরের ব্যস্ত রাস্তা হোক কিংবা গ্রামের কোনও নিরিবিলি পথ, ভায়োলিনের মধুর সুর কানে এলেই থমকে দাঁড়াচ্ছেন পথচলতি মানুষ থেকে শুরু করে সংগীতপ্রেমীরা। এই ব্যতিক্রমী শিল্পীর নাম ভগবান মালি। বয়স ৬৫ বছর। মালদহ শহরের ভারতী জয় ক্লাব এলাকার বাসিন্দা তিনি।
ঘাড়ের উপর ভায়োলিন রেখে বিদেশি কায়দায় আজও যেভাবে বেহালা বাজান, তা নজর কাড়ছে সকলের। এই বয়সেও তাঁর সুরেলা পরিবেশনা মনোমুগ্ধ করছে শ্রোতাদের। শৈশবকাল থেকেই বাবার কাছেই বেহালা বাজানোর হাতেখড়ি ভগবান মালির। জীবনের নানা পর্যায়ে অন্য কাজ করলেও সংগীতের প্রতি নেশা কখনও কমেনি। সময়ের সঙ্গে সেই নেশাই পেশায় পরিণত হয়েছে। বর্তমানে নিজে বেহালা বাজানোর পাশাপাশি নতুন প্রজন্মকে এই বিশেষ বাদ্যযন্ত্র শেখাচ্ছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ ঘর সাজাতে নতুন ট্রেন্ড, বাজারে ঝড় তুলছে উত্তর দিনাজপুরের অভিনব মাটির সামগ্রী! দাম শুনে খুশিতে লাফাবেন
ভগবান মালি জানান, “বড় কোনও মঞ্চে জায়গা না পেলেও রাস্তার ধারে দাঁড়িয়ে পথচলতি মানুষদের জন্য বাজাই। কখনও শহরে, কখনও আবার গ্রামের রাস্তায়। অনেক সময় বিয়েবাড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা পিকনিকেও ডাক আসে। এতে সংগীতপ্রেমীদের মন জয় হয়, আবার সামান্য উপার্জনও হয়ে যায়।”
advertisement
advertisement
সঙ্গীতা পাণ্ডে নামে এক সংগীতপ্রেমী জানান, “প্রায়ই রাস্তার পাশে দাঁড়িয়ে ওনাকে বেহালা বাজাতে দেখি। খুব মধুর সুরে সংগীত পরিবেশন করেন। ওনার এই প্রতিভা সত্যিই প্রশংসনীয়। তাই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ষাটোর্ধ্ব এই সংগীতশিল্পীর প্রতিভা আজ নজর কাড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সংগীত অনুরাগীদের। আগামী দিনে নিজের এই সংগীতকলা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ভগবান মালি। তাঁর আশা, পেশাগত ধারা হিসেবে এই শিল্পকলার আরও প্রসার ঘটুক।
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 19, 2026 11:30 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: অবহেলার আড়ালে লুকিয়ে থাকা প্রতিভা! বিদেশি স্টাইলে বেহালা বাজিয়ে মন জয় করছেন ষাটোর্ধ্ব শিল্পী, মধুর সুরে মুগ্ধ সকলে









