TRENDING:

Alipurduar News: জেলা হাসপাতালে আবর্জনার পাহাড়, গ্রিন ট্রাইব্যুনালে মামলা ঠুকেছিলেন পরিবেশ কর্মী! হাল বদলাতে এবার ময়দানে জেলাশাসক

Last Updated:

Alipurduar News: বায়ো মেডিকেল ডিসপোসাল ওয়েস্ট প্রকল্পের ওপর এবারে জোর দিতে চলেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: বায়ো মেডিকেল ডিসপোসাল ওয়েস্ট প্রকল্পের ওপর এবারে জোর দিতে চলেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে জমে আবর্জনার স্তুপ। যা দেখে পরিবেশ কর্মী সুভাষ দত্ত গ্রিন ট্রাইবুনালে মামলা দায়ের করেছেন। ঠিক এরপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ঠিক করা হয়েছে বায়ো মেডিকেল ওয়েস্ট ডিসপোস করা হবে। জেলা হাসপাতাল এবং নার্সিংহোমে এই নিয়ম প্রযোজ্য হবে। নোংরা জমানো চলবে না। পুরসভা এবং হাসপাতাল একসঙ্গে কাজ করতে হবে বলে জানালেন জেলা শাসক আর বিমলা।
advertisement

তিনি জানান এর জন্য যা যা সচেতনতার প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া হবে। জেলার বিভিন্ন বায়ো মেডিকেল ওয়েস্ট ডিসপোস করার বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। দু’মাস  আগে আলিপুরদুয়ার জেলা হাসপতালে দীর্ঘ দিনের বায়ো মেডিকেল ওয়েস্ট জমা থাকার ঘটনায় রোগী ও তাঁদের পরিবারের ভোগান্তির কথা জানতে পেরে জেলা হাসপতালে পরিদর্শনে এসেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। সেই সময় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে কয়েক বছরের জমা চিকিৎসাজাত বর্জ্য থেকে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার বিষয়ে জানতে পারেন।

advertisement

আরও পড়ুন: ডিমের হালুয়া থেকে পাটিসাপটা, লোভনীয় গন্ধে ম ম করছে স্কুল! সেরা আকর্ষণ ক্ষীরের পুতুল, মাতিয়ে দিল খুদে রাঁধুনিরা

এরপরেই কলকাতায় ফিরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এই আবর্জনাময় পরিস্থিতি নিয়ে গ্রিন ট্রাইবুনাল আদালতে একটি জনস্বার্থ মামলা করেন সুভাষ দত্ত। এই ঘটনায় সম্প্রতি গ্রিন ট্রাইবুনাল আদালত থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল তথা জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলির পরিবেশ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের কাছে একটি রিপোর্ট তলব করা হয়। এই ঘটনায় আলিপুরদুয়ার জেলায় সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলির বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোস করার বিষয়ে খোঁজ খবর শুরু হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হাসপাতালে আবর্জনার পাহাড়, গ্রিন ট্রাইব্যুনালে মামলা পরিবেশ কর্মীর! এবার ময়দানে জেলাশাসক
আরও দেখুন

আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি যৌথ বৈঠকের আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই বৈঠকে হাসপাতাল চত্বর কিভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং বায়োমেডিক্যাল ওয়েস্টগুলি কিভাবে ডিসপোস করতে হবে, সেই সব বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলে। এই বৈঠক থেকেই সেন্ট্রাল পোলিউশন বোর্ড, স্টেট পলিউশন বোর্ড এবং জেলাশাসক মিলে একটি কমিটি গঠন করা হয়। জেলাশাসক আর বিমলা জানান, “এলাকার সমস্ত সরকারি  হাসপাতাল এবং বেসরকারি নার্সিংহোমগুলির পরিবেশ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হবে। সচেতনতা অভিযান করা হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: জেলা হাসপাতালে আবর্জনার পাহাড়, গ্রিন ট্রাইব্যুনালে মামলা ঠুকেছিলেন পরিবেশ কর্মী! হাল বদলাতে এবার ময়দানে জেলাশাসক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল