তিনি জানান এর জন্য যা যা সচেতনতার প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া হবে। জেলার বিভিন্ন বায়ো মেডিকেল ওয়েস্ট ডিসপোস করার বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। দু’মাস আগে আলিপুরদুয়ার জেলা হাসপতালে দীর্ঘ দিনের বায়ো মেডিকেল ওয়েস্ট জমা থাকার ঘটনায় রোগী ও তাঁদের পরিবারের ভোগান্তির কথা জানতে পেরে জেলা হাসপতালে পরিদর্শনে এসেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। সেই সময় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে কয়েক বছরের জমা চিকিৎসাজাত বর্জ্য থেকে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার বিষয়ে জানতে পারেন।
advertisement
এরপরেই কলকাতায় ফিরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এই আবর্জনাময় পরিস্থিতি নিয়ে গ্রিন ট্রাইবুনাল আদালতে একটি জনস্বার্থ মামলা করেন সুভাষ দত্ত। এই ঘটনায় সম্প্রতি গ্রিন ট্রাইবুনাল আদালত থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল তথা জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলির পরিবেশ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের কাছে একটি রিপোর্ট তলব করা হয়। এই ঘটনায় আলিপুরদুয়ার জেলায় সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলির বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোস করার বিষয়ে খোঁজ খবর শুরু হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি যৌথ বৈঠকের আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই বৈঠকে হাসপাতাল চত্বর কিভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং বায়োমেডিক্যাল ওয়েস্টগুলি কিভাবে ডিসপোস করতে হবে, সেই সব বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলে। এই বৈঠক থেকেই সেন্ট্রাল পোলিউশন বোর্ড, স্টেট পলিউশন বোর্ড এবং জেলাশাসক মিলে একটি কমিটি গঠন করা হয়। জেলাশাসক আর বিমলা জানান, “এলাকার সমস্ত সরকারি হাসপাতাল এবং বেসরকারি নার্সিংহোমগুলির পরিবেশ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হবে। সচেতনতা অভিযান করা হবে।”





