TRENDING:

Alipurduar News: নিঃসঙ্গ প্রবীণ নাগরিকরা পেলেন নতুন 'সন্তান'! যেকোনও বিপদে এক ফোনে ছুটে আসবে পুলিশ, বয়স্কদের দেওয়া হল বিশেষ আইডি কার্ড

Last Updated:

Alipurduar News: নিঃসঙ্গ প্রবীণদের মুখে ফুটেছে হাসি। তাঁদের একাকিত্বের অবসান ঘটাল আলিপুরদুয়ার জেলা পুলিশ। নিঃসঙ্গ প্রবীণ নাগরিকদের যেকোনও বিপদে সন্তানরূপে এবার থেকে পাশে থাকবে জেলা পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: আলিপুরদুয়ার শহরের বয়স্কদের মুখে ফুটেছে হাসি। তাঁদের একাকিত্বের অবসান ঘটল। শহরজুড়ে কিছু বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন যাদের কেউ নেই। তাঁদের পাশে দাঁড়ালো আলিপুরদুয়ার জেলা পুলিশ।
advertisement

কারও বয়স ৬০ আবার কারও বয়স তারও বেশি। বয়সের ভারে কার্যক্ষমতা কমে গিয়েছে এই বয়স্কদের। এই সময় তারাও চান আপন মানুষদের সান্নিধ্য। কিন্তু তাঁরা তা পান না। দিনের পর দিন তাঁদের চোখে দেখা যায় শুধুই অপেক্ষা। তাঁদের এই একাকিত্ব একটু হলেও দূর করার চেষ্টা শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। আলিপুরদুয়ার শহর থেকেই এই কাজ শুরু করল পুলিশ। এরপর জেলার বিভিন্ন ব্লকে এমন বয়স্ক নাগরিকদের খোঁজার কাজ শুরু হবে।

advertisement

আরও পড়ুনঃ স্বামীর বাইরে থাকার সুযোগে পরকীয়ায় মাতলেন গৃহবধূ! রাতভর চলল প্রেম, সকাল হতেই যা সর্বনাশ হল

বয়স বাড়লে স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে। যার কারণের এই প্রবীণ নাগরিকদের একটি করে ছবি ও পুলিশকর্মীর নম্বর-সহ একটি আইডি কার্ড দেওয়া হয়েছে। যাতে তাঁরা কোথাও গিয়ে পথ হারিয়ে ফেললে তাঁদের সহজে থানায় নিয়ে আসা যায়। তাঁদের জন্য একজন নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে যারা প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেবেন।

advertisement

View More

আরও পড়ুনঃ ওভারটেক করতে গিয়ে বিপত্তি! বেলডাঙ্গায় দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী বাস, মৃত ১

মাসে একবার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে তাঁদের জন্য। এমনকি প্রবীণ নাগরিকরা যদি কখনও অসুস্থ বোধ করে তাহলে ফোন করলেই কর্তব্যরত নোডাল অফিসার পৌঁছে গিয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাবেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরিজিৎ সিং-এর সিদ্ধান্তে মন ভারাক্রান্ত হেঁসেলে আসা ছাত্র ছাত্রীদের
আরও দেখুন

আলিপুরদুয়ার পুলিশ সুপার খাণ্ডবাহালে উমেশ গণপত জানান, “এই বয়স্ক নাগরিকরা যাদের সন্তানরা তাদের থেকে দূরে থাকেন বা যাদের সন্তান নেই দেখা যায় বহু ক্ষেত্রে তারা প্রতারণার শিকার হন। এমন কিছু মানুষ আছে যারা তাদের সর্বস্ব লুট করার ভাবনায় থাকে। এই বয়স্ক নাগরিকদের সুরক্ষা দিতে এবং তাদের একাকীত্ব দূর করতে আমরা এগিয়ে আসছি। তাদের সন্তানরা কাছে থাকলে যে কাজটি করত, আমরা সেই কাজটি করব।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: নিঃসঙ্গ প্রবীণ নাগরিকরা পেলেন নতুন 'সন্তান'! যেকোনও বিপদে এক ফোনে ছুটে আসবে পুলিশ, বয়স্কদের দেওয়া হল বিশেষ আইডি কার্ড
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল