TRENDING:

Sundarbans: সুন্দরবনে খুশির আমেজ, ফের পর্যটকদের ক্যামেরাবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার

Last Updated:

Sundarbans: আবারও সুন্দরবনে পর্যটকদের ক্যামেরাবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার। প্রতি বছর সুন্দরবনে ঘন ম্যানগ্রোভ এবং জীববৈচিত্র্য উপভোগ করতে এবং রয়েল বেঙ্গল টাইগার দর্শন করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটকেরা সুন্দরবনে ঘুরতে আসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন, সুমন সাহা: আবারও সুন্দরবনে পর্যটকদের ক্যামেরাবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার। প্রতি বছর সুন্দরবনে ঘন ম্যানগ্রোভ এবং জীববৈচিত্র্য উপভোগ করতে এবং রয়েল বেঙ্গল টাইগার দর্শন করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটকেরা সুন্দরবনে ঘুরতে আসেন। পর্যটন মরশুমের মধ্যেই এই বাঘ দর্শনের ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা। পঞ্জাব থেকে ঘুরতে আসা একদল পর্যটক সুন্দরবনে ঘুরতে আসে। শুক্রবার বিকালে সুন্দরবনের পীরখালী চার নম্বর জঙ্গলে ঘুরতে যান পর্যটকদের ওই দল সেই সময়। পর্যটকদের নজরে আসে একটি বাঘ নদীতে জলকেলি করছে । কয়েক মুহূর্তের সেই বিরলতম দৃশ্য ক্যামেরাবন্দি করে পর্যটকেরা। পর্যটকদের উৎসাহের শব্দ এবং বোটের আওয়াজ শুনে জঙ্গলে লুকিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। বিরলতম এই দৃশ্য দেখে আপ্রুত পর্যটকেরা।
advertisement

প্রত্যক্ষদর্শীদের কথায়, বাঘটি বেশ কিছুক্ষণ নদীর জলে জলকেলি করছিল। এরপর চারপাশ পর্যবেক্ষণ করে। কখনও গাছের আড়ালে, কখনও খোলা জায়গায় তার বিচরণ চোখে পড়ে। প্রায় কয়েক মিনিটের এই দৃশ্য পর্যটকদের কাছে ছিল একেবারেই রোমাঞ্চকর অভিজ্ঞতা। অনেকেই জানান, সুন্দরবনে একাধিকবার এলেও আগে কখনও এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার সুযোগ হয়নি।

advertisement

আরও পড়ুন-জানুয়ারিতে ‘জ্যাকপট’…! মকর রাশিতে সূর্য-বুধের সংযোগ, বুধাদিত্য রাজযোগে ‘রাজা’ হবে ৩ রাশি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

জেলার মুখ্য বনো আধিকারিক নিশা গোস্বামী বলেন, বর্তমানে সুন্দরবনের বিভিন্ন জোনে বাঘের চলাচল আগের তুলনায় বেড়েছে। সাম্প্রতিক বাঘসুমারির রিপোর্ট অনুযায়ী সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা স্থিতিশীল রয়েছে, যা বন ও পরিবেশের পক্ষে ইতিবাচক দিক। পর্যটন জোনে মাঝেমধ্যেই বাঘের দেখা মিললেও বন দফতর সর্বদা নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর রাখছে।

advertisement

View More

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! মকর রাশিতে সূর্যের গোচর মেষ ও মীন রাশিকে ‘ধনী’ করবে, কারা ভাগ্যবান? আপনার কপালে কী?

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগরের জঞ্জাল থেকেই উপচে পড়বে টাকা, ৬ মাসে 'সোনার খনি' হয়ে উঠবে সাগরতটের বর্জ্য
আরও দেখুন

বন আধিকারিকরা জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌকাগুলিকে নির্দিষ্ট দূরত্বে রাখা হয় এবং কোনওভাবেই বন্যপ্রাণীদের বিরক্ত করা যাবে না। বাঘ দেখার সময় উচ্চ শব্দ, ফ্ল্যাশ বা অতিরিক্ত উত্তেজনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পর্যটকদের সচেতনতা বৃদ্ধির উপরও জোর দেওয়া হচ্ছে।পরিবেশবিদদের মতে, পর্যটন জোনে বাঘের নিয়মিত বিচরণ প্রমাণ করে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ এখনও যথেষ্ট সুস্থ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sundarbans: সুন্দরবনে খুশির আমেজ, ফের পর্যটকদের ক্যামেরাবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল