প্রত্যক্ষদর্শীদের কথায়, বাঘটি বেশ কিছুক্ষণ নদীর জলে জলকেলি করছিল। এরপর চারপাশ পর্যবেক্ষণ করে। কখনও গাছের আড়ালে, কখনও খোলা জায়গায় তার বিচরণ চোখে পড়ে। প্রায় কয়েক মিনিটের এই দৃশ্য পর্যটকদের কাছে ছিল একেবারেই রোমাঞ্চকর অভিজ্ঞতা। অনেকেই জানান, সুন্দরবনে একাধিকবার এলেও আগে কখনও এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার সুযোগ হয়নি।
advertisement
জেলার মুখ্য বনো আধিকারিক নিশা গোস্বামী বলেন, বর্তমানে সুন্দরবনের বিভিন্ন জোনে বাঘের চলাচল আগের তুলনায় বেড়েছে। সাম্প্রতিক বাঘসুমারির রিপোর্ট অনুযায়ী সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা স্থিতিশীল রয়েছে, যা বন ও পরিবেশের পক্ষে ইতিবাচক দিক। পর্যটন জোনে মাঝেমধ্যেই বাঘের দেখা মিললেও বন দফতর সর্বদা নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর রাখছে।
বন আধিকারিকরা জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌকাগুলিকে নির্দিষ্ট দূরত্বে রাখা হয় এবং কোনওভাবেই বন্যপ্রাণীদের বিরক্ত করা যাবে না। বাঘ দেখার সময় উচ্চ শব্দ, ফ্ল্যাশ বা অতিরিক্ত উত্তেজনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পর্যটকদের সচেতনতা বৃদ্ধির উপরও জোর দেওয়া হচ্ছে।পরিবেশবিদদের মতে, পর্যটন জোনে বাঘের নিয়মিত বিচরণ প্রমাণ করে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ এখনও যথেষ্ট সুস্থ।





