TRENDING:

West Burdwan News : প্রতি ৩ সেকেন্ডে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন ১ ব্যক্তি, চারজনেও রয়েছেন ১

Last Updated:

স্ট্রোক হলে সময়মতো বুঝতে না পারা, বা সময় মত সঠিক চিকিৎসার অভাবেই তা আরও বেশি ভয়াবহ হয়ে উঠছে। আর সেজন্য স্ট্রোক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একটি বিশেষ সেমিনার হয়ে গেল দুর্গাপুরে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : ব্যস্ততম এই বিশ্বে অন্যতম ভয়াবহ রোগ হয়ে দাঁড়িয়েছে স্ট্রোক। কোনও রকম বয়সের বাধা না মেনে, পুরুষ - মহিলা নির্বিশেষে অনেকেই স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। যার ফলে অনেকেই প্যারালাইসিস হয়ে, হয়ে যাচ্ছেন ঘরবন্দি। অনেকের আবার জীবনহানি ঘটছে। স্ট্রোক হলে সময়মতো বুঝতে না পারা, বা সময় মত সঠিক চিকিৎসার অভাবেই তা আরও বেশি ভয়াবহ হয়ে উঠছে। আর সেজন্য স্ট্রোক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একটি বিশেষ সেমিনার হয়ে গেল দুর্গাপুরে। বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল।
advertisement

আরও পড়ুনBirbhum News : ছটপুজোয় বীরভূম, ঠিক যেন মিলন মেলা

দুর্গাপুরের একটি বেসরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়েছিল। যেখানে স্ট্রোক সম্পর্কিত বিভিন্ন আলোচনা করা হয়েছে। সেমিনারে অংশগ্রহণ করার মানুষজনকে বোঝানো হয়েছে, স্ট্রোক কখন হয়? স্ট্রোক হয়েছে কিনা কিভাবে বুঝতে হবে? কোন মানুষ স্ট্রোকে আক্রান্ত হলে, তার মধ্যে কী কী প্রতিক্রিয়া দেখা যায়? কোন ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হলে তৎক্ষণাৎ কি করা উচিত? বা কখন থাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে? - এই সমস্ত বিষয়গুলি এই সেমিনারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল।

advertisement

আরও পড়ুন Hooghly News : মণ্ডপ না পুরাতন বাড়ি? বুঝতেই পারছেন না কেউ

View More

 

অন্যদিকে, এই সেমিনারে এসে হাজির হয়েছিলেন স্ট্রোকে আক্রান্ত হওয়া অনেক রোগীরা। এদিন তাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। পাশাপাশি তারা যাতে ফের স্ট্রোকে আক্রান্ত না হন, তার জন্য কি কি করনীয় সেই সমস্ত বিষয়গুলি তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি স্ট্রোক থেকে মুক্ত থাকতে হলে, কিভাবে জীবন যাপন করতে হবে, কি কি নিয়ম মেনে চলতে হবে, বা খাদ্য তালিকা কেমন হওয়া উচিত, - ইত্যাদি বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়েছে সেমিনারে।

advertisement

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : প্রতি ৩ সেকেন্ডে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন ১ ব্যক্তি, চারজনেও রয়েছেন ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল