Hooghly News : মণ্ডপ না পুরাতন বাড়ি? বুঝতেই পারছেন না কেউ

Last Updated:

চন্দননগর সেজে উঠেছে তার পুরাতন ছন্দে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে গোটা শহর উৎসব মুখর। ঠাকুর দেখতে দর্শনার্থীদের ভিড় নেমেছে রাস্তায়। দুপুর দুটোর পর থেকে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে দর্শনার্থীদের ভিড়ের জন্য। 

+
নতুনের

নতুনের মধ্যে এক টুকরো পুরাতন চন্দননগর

#হুগলি: চন্দননগর সেজে উঠেছে তার পুরাতন ছন্দে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে গোটা শহর উৎসব মুখর। ঠাকুর দেখতে দর্শনার্থীদের ভিড় নেমেছে রাস্তায়। দুপুর দুটোর পর থেকে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে দর্শনার্থীদের ভিড়ের জন্য। চন্দননগরের গন্ডলপাড়া মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো ও রয়েছে তাদের অভিনব ভাবনায়। এই বছর তাদের মণ্ডপ তৈরি হয়েছে সিংহ বাড়ির অনুকরণে। বলাবাহুল্য মণ্ডপ বাইরে থেকে দেখে দর্শনার্থীরা ভিমড়ি খাচ্ছেন সেটি মণ্ডপ না বাড়ি সেটি বোঝার জন্য।
গোন্দলপাড়া এলাকা, ফরাসি অধ্যুষিত সময় থেকেই বড় বড় পুরাতন বাড়িতে ভর্তি। এমনকি মণ্ডপ যেখান থেকে শুরু হয়েছে তার লাগুয়া রয়েছে একটি পুরাতন বাড়ি। সেই বাড়ির গা বরাবর শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। শিল্পীর নিখুঁত হাতের কাজ পুরাতনকে পুরাতনের মতন করেই তুলে ধরেছে। লম্বা দালান, মণ্ডপের সামনে একটি পাতকুয়া, শিব মন্দির, তুলসীদালান, বট গাছের গুড়িতে বনবিবির আরাধনা, সব মিলিয়ে পুরাতনকেই ফুটিয়ে তোলা হয়েছে নতুন ছন্দে।
advertisement
advertisement
লক্ষ্মী পুজোর পরের দিন থেকেই মণ্ডপ তৈরির কাজে লেগে পরেছিলেন পুজো উদ্যোক্তারা। পুরো মণ্ডপটি তৈরি হয়েছে কাঠ, সিমেন্ট, কাপড় প্রভৃতি দিয়ে। মণ্ডপের মধ্যে ডাকের সাজে ঐতিহ্যশালী জগদ্ধাত্রী মূর্তি। মণ্ডপ দেখে দর্শনার্থীরা বলছেন তারা যেন পুরাতন চন্দননগরের পুরাতন বাড়ি গুলির মধ্যে এসে পড়েছেন।
advertisement
এই বিষয়ে একজন পুজো উদ্যোক্তা জানান, চন্দননগরের পুরাতন সময়কে ফুটিয়ে তোলায় তাদের লক্ষ্য ছিল। দর্শনার্থীরা যখন মণ্ডপকে পুরনো বাড়ি বলে মনে করছে তা প্রমাণ করে মণ্ডপ শয্যার শিল্পী নিখুঁত হাতের কাজের।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News : মণ্ডপ না পুরাতন বাড়ি? বুঝতেই পারছেন না কেউ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement