ওই অসহায় শ্রমিকদের থেকেই জানা গেল, অন্য জায়গায় কাজ পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি। স্বাভাবিকভাবেই অপেক্ষা করছিলেন যদি আবার কারখানার গেটের তালা খোলে। কিন্তু কর্তৃপক্ষ কারখানা খোলার ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে কারখানা খোলার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান।
আরও পড়ুন: বাড়িতে পড়াশোনার পরিবেশ না থাকার খামতি মেটাচ্ছে 'আনন্দ পাঠ', বীরভূমজুড়ে বিকল্প পাঠশালা
advertisement
সোমবার সকাল থেকে কারখানা খোলার দাবিতে গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবস্থান-বিক্ষোভে বসা শ্রমিকদের অভিযোগ, তিন মাস ধরে তাঁদের কাজ নেই। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সংসার নিয়ে আর্থিক অনটনের মধ্যে পড়েছেন। এই শ্রমিকরা আন্দোলন শুরু করলে তাঁদের পাশে এসে দাঁড়ায় আইএনটিটিইউসির স্থানীয় নেতৃত্ব। আইএনটিটিইউসির কাঁকসা ব্লক সভাপতি চন্দন রায় জানান, তাঁরা শ্রমিকদের সমস্ত দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষর তরফ থেকে কোনরকম সদুত্তর পাননি। যাতে আগামী দিনে শ্রমিকদের কাজের ব্যবস্থা হয় এবং কারখানা যাতে পুনরায় খোলা যায় সেই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কারখানা খোলার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
নয়ন ঘোষ