জানা যায়, মৃতার দু'বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। মৃতার পরিবার পুলিশের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন। চিন্তিত হয়ে পড়েছেন ছোট্ট মেয়েটির ভবিষ্যৎ নিয়ে। পাশাপাশি অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকজনের কড়া শাস্তির দাবি উঠেছে।
জানা গিয়েছে, দুর্গাপুর থানার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের মেনগেট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় মা চন্ডী স্কুল সংলগ্ন এক বাড়িতে মণি গুপ্তা নামে বছর ২৫-এর ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, ৩ বছর আগে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বিদ্যুৎ সাউ-এর সঙ্গে পাশের পাড়া সারদাপল্লীর বাসিন্দা মণি গুপ্তার বিয়ে হয়েছিল। প্রেম করেই বিয়ে তাঁদের। দম্পতির ২ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
advertisement
স্থানীয় এবং পরিবারের অভিযোগ, লাগাতার মানসিক অত্যাচার ও মারধর করা হত গৃহবধূকে। অভিযোগের তীর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার বেলা ১১ টা নাগাদ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মণি গুপ্তার দেহ। স্থানীয় ওয়ারিয়া ফাঁড়ির পুলিশকে খবর দিলে ,পুলিশ এসে দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
Nayan Ghosh